নতুন বছর থেকে পরিবর্তিত হল UPI এর নিয়ম, না জানলে আপনারই ক্ষতি
আজ থেকে ইউপিআই এর অনেক নিয়ম বলে দিয়েছে আরবিআই
গুগল পে, ফোন পে অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে তাহলে এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। আজকে থেকে কিন্তু ভারতে নতুন ইউপিআই নিয়ম চালু হতে চলেছে। যদি আপনি ইউপিআই প্রতিদিন ব্যবহার করেন তাহলে এই নিয়ম আপনাকে জানতে হবে। যদি আপনি এই নিয়ম না জানেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে বিপদে পড়তে হতে পারে। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় পেমেন্ট সিস্টেম এর মধ্যে অন্যতম হলো ইউপিআই। তাই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাংক ১ জানুয়ারি ২০২৪ থেকে নতুন নিয়ম কার্যকর করা শুরু করেছে এই ইউপিআই সম্পর্কে।
আপনারা অনেকেই জানেন ইউপিআই দিয়ে কিন্তু আনলিমিটেড ট্রানজাকশন করা যায় না। ইউপিআই দিয়ে ট্রানজাকশন করার একটা সর্বাধিক লিমিট থাকে এবং সেই লিমিট অতিক্রম করে গেলে আপনাকে কিন্তু লেনদেন ক্যানসেল করতে হয়। এই উর্ধ্বসীমা এতদিন পর্যন্ত ছিল এক লক্ষ টাকা। নতুন বছর থেকে এই উর্ধ্বসীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৮ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শিক্ষা এবং স্বাস্থ্যপরিসেবা ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই এর লেনদেনের সীমা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকার করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবার থেকে আরো বেশি টাকা ট্রানজাকশন করতে পারবেন আপনারা ইউবিআই এর মাধ্যমে।
এছাড়াও আরো বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে ইউপিআই নিয়ে। এখন থেকে বিভিন্ন নিষ্ক্রিয় ইউপিআই আইডি ব্লক করে দেওয়া হচ্ছে বিভিন্ন পেমেন্ট কর্পোরেশনের তরফ থেকে। পেটিএম, গুগল পে, ফোন পে এবং ব্যাংকের মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিষ্ক্রিয় ইউপিআই আইডি, যেগুলি এক বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল, এগুলিকে পুরোপুরি ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউবিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বর দুটিকেই ক্লোজ করে দিচ্ছে এই ধরনের সংস্থা। মূলত, এই ধরনের আইডির অপব্যবহার রুখতে এই ব্যবস্থা নিয়েছে সংস্থাগুলি।
এছাড়াও ২০০০ টাকার বেশি ও প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট যেমন অনলাইন ওয়ালেট এর মাধ্যমে পরিচালিত নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। এর পাশাপাশি, ২০০০ টাকার বেশি প্রথম পেমেন্টের জন্য চার ঘন্টার সময় সীমা রেখেছে এই সংস্থাটি। এছাড়াও শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ ও পে বৈশিষ্ট্যটিও সক্রিয় করতে পারবেন বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
এর পাশাপাশি সারাদেশে ইউপিআই এটিএম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখনো পর্যন্ত ভারতের কয়েকটি ব্যাংক আছে যারা নিজেদের অফিশিয়াল অ্যাপের ইউপিআই ব্যবহার করে লেনদেন করার সুযোগ দেয় এটিএমে। তবে এবারে যেকোনো এটিএম এর মাধ্যমে এবং যে কোন ইউপিআই ব্যবহার করে লেনদেন করতে সক্ষম হবেন ভারতের গ্রাহকরা। এখনো পর্যন্ত এই সিস্টেম পুরোপুরি ভাবে চালু হয়নি। তবে এই কিউআর কোড ভিত্তিক পেমেন্ট সিস্টেম খুব শীঘ্রই চালু হবে বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক।