Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অযোধ্যার জমি রামের, দেশে শান্তি রক্ষার আর্জি রাজনৈতিক নেতাদের

Updated :  Saturday, November 9, 2019 12:50 PM

অরূপ মাহাত: বহু প্রতীক্ষিত অযোধ্যা মামলার রায় ঘোষণা হলো আজ। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ জানিয়ে দিল অযোধ্যায় মাটিতে রামমন্দির নির্মাণ হবে। বিকল্প জমির ব্যবস্থা করা হবে বাবরি মসজিদের জন্য। এই রায়ে স্বভাবতই খুশি হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে আদালতের রায়কে সম্মান জানিয়েও সুন্নী ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ে খুশি নয় তারা। আদালতে রিভিউ পিটিশন দাখিল করবে বলে জানিয়েছেন সুন্নী ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানী।

অন্যদিকে দেশ জুড়ে শান্তি রক্ষার আর্জি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিজেপির পক্ষ থেকে রাজনাথ সিং ও নীতিন গড়করী এই রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জনগণের প্রতি দেশে শান্তি বজায় আহ্বান জানিয়েছেন। প্রধান বিচারপতি থেকে শুরু করে হিন্দু মহাসভার নেতারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন : সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগড়ে দিলেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জিলানী

অযোধ্যার জেলাশাসক অভিনন্দন জানিয়েছেন জেলাবাসীকে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আদালতের রায়কে সম্মান জানানোর আর্জি রেখেছেন জনগণের কাছে।