(7th Pay Commission) সকাল হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল, ডিএ এত শতাংশ বৃদ্ধি পাবে
কেন্দ্রীয় কর্মচারীদের হাতে রাখতে এখন নানা রকমের ঘোষণা করছে বিজেপি
নতুন বছরের প্রথম সপ্তাহ চলছে এবং এই বছরটা চাকরিজীবী মানুষদের জন্য খুব ভালো একটা বছর হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা অনেকেই জানেন এই বছর লোকসভা নির্বাচন হওয়ার কথা এবং ২০২৪ সালের এই নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণে, সরকারি কর্মচারীদের আস্থা লাভ করার জন্য কেন্দ্রীয় সরকার করেছে একটি নতুন ঘোষণা। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এবারে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে আরো একবার। এর ফলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন ব্যাপক বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও একই সাথে বৃদ্ধি পাবে ফিটম্যান্ট ফ্যাক্টর, যা হবে একটা বড় উপহারের মতো।
কেন্দ্রীয় সরকার কবে এই উপহার কেন্দ্রীয় কর্মচারীদের দেবে সেটা এখনো পর্যন্ত ঠিক না হলেও মিডিয়া রিপোর্টে দাবী করা হচ্ছে লোকসভা নির্বাচনের ঠিক আগেই এই নতুন ঘোষণা করা হতে পারে। সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসে এই সব বড় ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মচারীরা শীঘ্রই চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি আশা করতে পারেন। এর ফলে মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে যাবে ৫০ শতাংশ, যা সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকের জন্য এটা একটা বুস্টার ডোজ এর মতো হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা। যদি সরকার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, তাহলে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হতে পারেন। সরকার সাধারণত, বছরে দুবার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে।
এইসবের পাশাপাশি বৃদ্ধি পেলে চলেছে সরকারি কর্মচারীদের ফিটম্যান্ট ফ্যাক্টর। এর ফলে বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকে। এই মুহূর্তে ফিটম্যান্ট ফ্যাক্টর ২.৬০ গুণ রয়েছে। তবে যদি এই একটা তিন গুণ হয়ে যায় তাহলে কয়েক লক্ষ কর্মচারী উপকৃত হবেন। লোকসভা নির্বাচনের আগে সরকারী শ্রেণীকে জাগ্রত করার উদ্দেশ্যেই এই নতুন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।