ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার কাছেও কি রয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে সেটা বন্ধ করার সময় এই ৬টি বিষয় মাথায় রাখুন

আপনি যদি একাধিক সেভিংস ব্যাংক একাউন্ট খুলে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে ভবিষ্যতে

Advertisement

আজকালকার দিনে সবার কাছেই একটা না একটা সেভিংস ব্যাংক একাউন্ট রয়েছে। যদি আপনি চাকরি পরিবর্তন করেন তাহলে আপনার কোম্পানি একটি নতুন অ্যাকাউন্ট খুলে দেয় আপনার নামে। এই কারণে অনেকের কাছে অনেকগুলি সেভিংস অ্যাকাউন্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে যদি আপনি একটি ব্যাংক একাউন্ট বজায় না রাখতে পারেন তাহলে কিন্তু ব্যাংক আপনার সেই একাউন্ট থেকে বিভিন্ন ধরনের চার্জ কাটা শুরু করে। এর জন্য আপনার কাছে একমাত্র সমাধান হলো সেই ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া। এই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সময় আপনাকে কিছু বিষয়ের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। তবে চলুন জেনে নেওয়া যাক কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে

১. আপনি যদি সেভিংস ব্যাংক একাউন্ট বন্ধ করতে চান তাহলে সেই একাউন্টের সম্পূর্ণ স্টেটমেন্ট একাউন্ট বন্ধ করার আগে বের করে নিন। এই স্টেটমেন্ট আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনি কোন একটা ভালো জায়গাতে ডাউনলোড করে ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। যদি আপনার একাউন্ট লোন অথবা ইএমআই দিতে ব্যবহার হয় তাহলে ভবিষ্যতে এটা কিন্তু আপনার কাজে লাগবে।

২. একবার চেক করে নিন আপনি যে একাউন্ট বন্ধ করতে চলেছেন তার সাথে কোন প্রকল্প যুক্ত রয়েছে কিনা। যদি কোন বিশেষ স্কিমের সাথে আপনার এই একাউন্ট লিংক করা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। তাই আগে আপনার সেই স্কিমের সঙ্গে আপনার নতুন অ্যাকাউন্ট নম্বর রেজিস্টার করে তারপর এই অ্যাকাউন্ট বন্ধ করুন।

৩. অনেক সময় একাধিক অ্যাকাউন্ট থাকলে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে কিছু কিছু অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যালেন্স ঋণাত্মক হয়ে যায়। এমতাবস্থায় যদি ঋণাত্মক ব্যালেন্স আপনার একাউন্টে থাকে তাহলে কিন্তু আপনি একাউন্ট বন্ধ করতে পারবেন না। তাই সবার আগে এই চার্জ পেমেন্ট করুন।

৪. ব্যাংক একটি সেভিংস একাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে এবং এক বছরের বেশি পুরনো একাউন্টের বন্ধের জন্য কোন বিশেষ চার্জ গ্রহণ করে না। যদি আপনার অ্যাকাউন্ট ১৪ দিন থেকে এক বছরের মধ্যে বন্ধ করতে হয় তাহলে কিন্তু আপনাকে ক্লোজার চার্জ দিতে হবে।

৫. ব্যাংক একাউন্ট বন্ধ করতে হলে আপনার ব্যাংকের শাখায় গিয়ে ক্লোজার ফরম ভালোভাবে পূরণ করুন এবং কেন আপনি আপনার সেভিংস একাউন্ট বন্ধ করতে চাইছেন সেটাও আপনি জানিয়ে দিন। সঠিকভাবে কারণ দর্শাতে না পারলে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ করা কঠিন হয়ে যাবে

৬. যদি আপনার একাউন্টে কোন অটোমেটিক ট্রানজাকশন লিমিট করা থাকে তাহলে সেটা অন্য একাউন্টে স্থানান্তর করুন।

Related Articles

Back to top button