Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রঙ্গিলা রে মন’, লাল পাড় হলুদ শাড়িতে দুর্দান্ত নাচ এই সুন্দরীর, প্রশংসায় ভরাল নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ার যুগে ইদানিং নিজের প্রতিভাকে ইচ্ছামত শো-কেস করা যায়। অনেকে নিজস্ব ইউটিউব চ্যানেল বানিয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরেন। আপলোড করেন নিত্যনতুন ভিডিও। ইন্সটাগ্রামেও রিল আপলোড করে নিজেকে তুলে ধরা…

Avatar

সোশ্যাল মিডিয়ার যুগে ইদানিং নিজের প্রতিভাকে ইচ্ছামত শো-কেস করা যায়। অনেকে নিজস্ব ইউটিউব চ্যানেল বানিয়ে নিজেদের প্রতিভাকে তুলে ধরেন। আপলোড করেন নিত্যনতুন ভিডিও। ইন্সটাগ্রামেও রিল আপলোড করে নিজেকে তুলে ধরা যায়। নৃত্যশিল্পী শম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)-এর একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার সাবস্ক্রাইবারের সংখ্যাও প্রায় দেড় লক্ষের কাছাকাছি। নিজের নাচের ভিডিও বানিয়ে প্রায়ই ওই ইউটিউব চ্যানেলে আপলোড করেন সম্পিতা। 2023 সালে বসন্ত উৎসবের সময় সম্পিতা একটি ডান্স ভিডিও তৈরি করেছিলেন ‘রঙ্গিলা রে মন’ গানের সাথে।

অহমীয়া ও বাংলা ভাষার মিশ্রণে তৈরি এই গানটি গেয়েছেন আকৃতি কক্কর (Akriti Kakkar) ও দীক্ষু শর্মা (Dikhshu Sharma)। রাজীব চক্রবর্তী (Rajiv Chakraborty)-র কথায় লেখা গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অজয় সিনহা (Ajay Singha)। ডান্স ভিডিওতে সম্পিতার পরনে রয়েছে লাল পাড় হলুদ রঙের শাড়ি ও লাল রঙের থ্রি-কোয়ার্টার স্লিভ ব্লাউজ। চুলে খোঁপা বেঁধে সাদা ফুলের মালায় সাজিয়েছেন তিনি। কপালে দুই ভ্রুর মাঝে রয়েছে লাল টিপ। দুই হাত ভরে রয়েছে সোনালি রঙের চুড়ি। গলায় রয়েছে সোনালি রঙের নেকপিস। ভিডিওর শুরুতে সর্ষে ক্ষেতের মাঝে নাচতে দেখা যায় সম্পিতাকে। কিন্তু এরপর তিনি চলে আসেন মেঠো পথে। নাচের ভিডিও জুড়ে ফুটে উঠেছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখনও সম্পিতাকে দেখা যায় জলাধারের সামনে নাচতে। কখনও বা তিনি নাচেন মাঠের সবুজ ঘাসে। সম্পিতার নাচে মেশানো রয়েছে বিহু নৃত্যশৈলী। আসামের এই বিখ্যাত নৃত্যশৈলী সাধারণতঃ প্রকৃতির উর্বরতার বন্দনা করে। ‘রঙ্গিলা রে মন’ গানেও বসন্তের উচ্ছ্বল প্রকৃতির বর্ণনা রয়েছে যার প্রতিটি কণায় মিশে রয়েছে ভালোবাসার ছোঁয়া। সম্পিতার এই ভিডিওটি আপলোড হয়েছিল 2023 সালের 24 শে ফেব্রুয়ারি। এখনও অবধি এই ভিডিওটির ভিউ অতিক্রম করেছে উনষাট হাজারের কিছু বেশি।

About Author