বিনোদনবলিউড

৫৬ বছর বয়সে এত সম্পত্তির মালিক মাধুরী দীক্ষিত

Advertisement

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) এতগুলি বছর পরেও ভারতবাসীর কাছে ‘মোহিনী’। বর্তমানে কাজের সংখ্যা যথেষ্ট কমিয়ে দিয়েছেন তিনি। কয়েক বছর আগে মাধুরীকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’-এ। এই ওয়েব সিরিজের মাধ্যমে তিনি পা রেখেছিলেন ওটিটিতে। কিন্তু এরপর তাঁকে আর কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি। তবে হিন্দি ফিল্ম ‘মাজা মা’-য় নজর কেড়েছিলেন মাধুরী। গত বছর থেকে মাধুরী খবরের শিরোনামে উঠে এসেছেন তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্য।

মুম্বইয়ের ওরলি এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন মাধুরী। ব্লু হাউসিং প্রোজেক্টের টাওয়ার সি-তে অবস্থিত মাধুরীর অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় আটচল্লিশ কোটি টাকা। মাধুরীর অ্যাপার্টমেন্টটি ডিজাইন করেছেন অপূর্বা শ্রফ (Apoorva Shroff)। মাত্র পঁয়তাল্লিশ দিনে এই অ্যাপার্টমেন্টের মেকওভার করেছিলেন তিনি। অ্যাপার্টমেন্টের দেওয়ালের রং নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করেছেন অপূর্বা। এই অ্যাপার্টমেন্টটি সি ফেসিং। এই বাড়িতে রয়েছে মাধুরীর নিজস্ব ডান্স স্টুডিও। তবে শুধুমাত্র দামি বাড়ি নয়, মাধুরী ও তাঁর স্বামী ডঃ শ্রীরাম নেনে (Shriram Nene)-র রয়েছে দামি গাড়ির শখও। তাঁদের সংগ্রহে রয়েছে একাধিক গাড়ি।

এগুলির মধ্যে রয়েছে মার্সিডিজ মে ব্যাচ এস ফাইভ সিক্সটি, মার্সিডিজ এস ক্লাস ফোর ফিফটি, স্কোডা অক্টাভিয়া ভিআরএস, ইনোভা ক্রিস্টা, রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ জিএলএস থ্রি ফিফটি ডি, রেঞ্জ রোভার স্পোর্টস। বলিউডে তাঁর কেরিয়ারের পিক টাইমে ডঃ নেনেকে বিয়ে করে ডেনভারে পাড়ি দেন মাধুরী। সেখানে আর পাঁচজনের,মতোই সাধারণ জীবন যাপন করতেন তিনি। ডেনভারে জন্ম হয় তাঁদের দুই পুত্রসন্তানের। পরবর্তীকালে ডঃ নেনের সাথে ভারতে ফিরে আসেন মাধুরী।

ধীরে ধীরে কাজ শুরু করেন তিনি। বর্তমানে একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে মাধুরীকে। পাশাপাশি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিজেদের জীবনের বিভিন্ন মুহূর্ত আপলোড করেন মাধুরী। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি।

Related Articles

Back to top button