Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বচ্চন পরিবারের কথা ফাঁস করে দিলেন ঐশ্বরিয়া রায়, বললেন বিয়ের আগে সবাই তার সঙ্গে এমন কাজ করেছে

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সাথে বচ্চন পরিবারের দূরত্ব ক্রমশ প্রকাশ্যে এলেও ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কোনো সদস্য এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সম্প্রতি ঐশ্বর্যর মুখে শোনা গিয়েছে, অভিষেক…

Avatar

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর সাথে বচ্চন পরিবারের দূরত্ব ক্রমশ প্রকাশ্যে এলেও ঐশ্বর্য বা বচ্চন পরিবারের কোনো সদস্য এই প্রসঙ্গে মুখ খোলেননি। তবে সম্প্রতি ঐশ্বর্যর মুখে শোনা গিয়েছে, অভিষেক বচ্চন (Abhishek Bachchan) স্বামী হিসাবে সেরা। এমনকি ঐশ্বর্য, অভিষেক, অমিতাভ (Amitabh Bachchan)-কে দেখা গিয়েছে একসাথে অভিষেকের কবাডি টিম ‘জয়পুর পিঙ্ক প‍্যান্থারস’-কে চিয়ার করতে। সেখানে উপস্থিত ছিল আরাধ্যা (Aradhya Bachchan)-ও। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে ঐশ্বর্যকে বলতে শোনা গিয়েছে, তাঁর বাবার অনুপস্থিতিতে কিভাবে অমিতাভ বাগদানের জন্য ঐশ্বর্যকে তাঁদের বাংলোয় নিয়ে যেতে চেয়েছিলেন!

ঐশ্বর্য জানিয়েছেন, সেদিন অমিতাভের আসার খবর তাঁদের পরিবারের কাছে ছিল না। বাড়িতে ছিলেন না তাঁর বাবা কৃষ্ণরাজ রাই (Krishnaraj Rai)-ও। অমিতাভ ও পরিবারের অন্য সদস্যরা আচমকাই বাগদানের জন্য ঐশ্বর্যকে তাঁদের বাংলোয় নিয়ে যেতে চান। অভিষেক নিজেও জানতেন না, এই ঘটনা ঘটতে চলেছে। তবে এর ফলে ঐশ্বর্যর পরিবার যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন। গত বছর প‍্যারিসের একটি ফ্যাশন উইকে ঐশ্বর্য, শ্বেতা (Sweta Bachchan Nanda), জয়া বচ্চন (Jaya Bachchan), নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda) ও আরাধ্যা বচ্চন অংশগ্রহণ করেছিলেন। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় এই ইভেন্টের প্রচুর ছবি শেয়ার করলেও কোনোটিতেই উপস্থিত ছিলেন না ঐশ্বর্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর থেকেই বচ্চন পরিবারের ধূমায়িত অশান্তির আঁচ পেতে থাকে বলিউড। এমনকি ঐশ্বর্যর জন্মদিনে তাঁকে তাঁর মা বৃন্দা রাই (Brinda Rai) ও কন্যা আরাধ্যার সাথে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল। দীপাবলীর দিন বচ্চন পরিবারের পারিবারিক পুজোতেও উপস্থিত থাকেননি ঐশ্বর্য। তিনি মেয়েকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলেন। কিছুদিন আগে অভিষেকের হাতের আঙুলে বিয়ের আংটি দেখা যায়নি। শোনা যাচ্ছিল, ঐশ্বর্য ইদানিং তাঁর মায়ের কাছেই থাকছেন। তবে সম্প্রতি এই গুজব নস্যাৎ করেছেন ঐশ্বর্য।

About Author