FD তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, ৩ বছরে বিনিয়োগ করলে এত টাকা লাভ হবে
উচ্চ রিটার্ন পেতে সরকারি স্কিম ছেড়ে অনেকে FD স্কিমে বিনিয়োগ করেন
বর্তমান সময় যেমনভাবে মানুষ অর্থ উপার্জন করছেন, ঠিক তেমনভাবেই বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা ফেরতও পাওয়া যায়। আপনি যদি বিনিয়োগ করে সর্বোচ্চ সুদ পেতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। আসলে উচ্চ রিটার্ন পেতে আপনি সরকারি স্কিম ছাড়াও আপনি FD স্কিমে বিনিয়োগ করতে পারেন। FD-তে সুদের হার বিভিন্ন হারে ব্যাঙ্কগুলি প্রদান করে। আজকের এই প্রতিবেদনে আপনাদের বেশ কিছু ব্যাঙ্কের FD তে সুদের হার সমন্ধে জানাবো।
ভারতের বুকে বেশ জনপ্রিয় এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ৩ টি ব্যাঙ্ক তিন বছরের এফডি-তে ৭.৫০ শতাংশ সুদের হার অফার করছে। আপনি যদি এখানে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে এই পরিমাণ তিন বছরে বেড়ে ১.২৫ লক্ষ টাকা হয়ে যাবে। আর Axis Bank প্রবীণ নাগরিকদের তিন বছরের FD-তে ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে। এখন ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে, তিন বছরে আপনার পরিমাণ বেড়ে ১.২৫ লক্ষ টাকা হয়ে যাবে।
অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা তিন বছরের FD-তে ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করে৷ সরকারি খাতের ব্যাঙ্কগুলির মধ্যে, এটি প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ সুদ দেয়। আপনি যদি এখন ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিন বছরে তা বেড়ে ১.২৬ লক্ষ টাকা হবে। আর কানাড়া ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরের FD-তে প্রবীণ নাগরিকদের যথাক্রমে ৭.৩০ শতাংশ ও ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।