কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য আবারো একটা দুর্দান্ত খবর দিতে চলেছে ভারত সরকার। ভারত সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী এবারে একটি নয় একসাথে দুটি বড় উপহার পেতে চলেছেন এই কর্মচারীরা। এই উপহার সবার মন জয় করার জন্য একেবারে যথেষ্ট বলেই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকার মহার্ঘ ভাতা এবং ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই দুটি একসাথে ভারতের সকল কর্মচারীদের জন্য একটি বুস্টার হবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিপুলসংখ্যক কর্মচারী উপকৃত হবেন এই নতুন সিদ্ধান্তের ফলে। লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সরকারের এই ঘোষণা একটা বড় ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সরকারের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি গণমাধ্যমে। তবে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
কেন্দ্রীয় সরকার প্রায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ব্যাপক সুবিধা পেয়ে যাবেন। যদি চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি পায় তাহলে আপনার মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫০ শতাংশ। তারপরে আপনার বেতন বিশাল ভাবে বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছেন। সবার মন জয় করছে এই এত শতাংশ মহার্ঘ ভাতা। এই মুহূর্তে ১ কোটি কর্মচারী এবং পেনশনভোগীরা এর থেকে উপকৃত হচ্ছেন। সপ্তম বেতন কমিশনে প্রতিবছরে দুবার বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে কার্যকর হয় এই মহার্ঘ ভাতা। যদি এই মুহূর্তে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে এই নতুন হার ১ জুলাই ২০২৪ থেকে প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় সরকার একই সাথে ফিট্মেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই নতুন ফিট্মেন্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দারুন সুবিধা দেবে। সরকার এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০ গুন থেকে ৩ গুন করে দিতে পারে যা কর্মীদের সাহায্য করবে। যদিও এই ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি বহুদিন ধরেই চলছে। তবে এখনো পর্যন্ত এর ব্যাপারে কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি সরকার।