দেশনিউজ

কাশ্মীরে ফের জঙ্গি ও সেনার সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত দুই জঙ্গি

Advertisement

কাশ্মীর : বিগত কয়েকমাস ধরেই কাশ্মীরে জঙ্গি হানা এবং ভারতীয় পুলিশ ও সেনাদের উপর আক্রমণের ঘটনা খবরের শিরোনামে রয়েছে। আজ সোমবার আবার কাশ্মীরে হল গুলির বর্ষণ। তবে এবারে সকাল সকাল ভারতীয় সেনার গুলিতে নিহত হল দুই জঙ্গি।

আজ, সোমবার ভারতীয় নিরাপত্তার বাহিনীর গুলিতে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় নিহত হল দুই জঙ্গি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার সকাল থেকে বান্দিপোরা জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা সংস্থা। এই অভিযান চলাকালীন বান্দিপোরার লাওডারা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পেলে সেখানে ছুটে যায় নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন : মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা সাংসদের

নিরাপত্তা বাহিনীকে দেখে আড়াল থেকে জঙ্গিরা গুলি নিক্ষেপ করতে থাকলে নিরাপত্তা বাহিনী তাদের উপর পাল্টা গুলি বর্ষণ করে যার ফলে এক জঙ্গি নিহত হয় এবং বাকিরা পলায়ন করে নিজেদের অন্যস্থানে আড়াল করে নেয়।তারপর থেকে পলাতক দের খোঁজার জন্য তল্লাশি চালাতে থাকে নিরাপত্তা বাহিনী। আজ সকালে ফের তল্লাশির সময়ে নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা এবং জওয়ানরা পাল্টা গুলি চালালে নিহত হয় দুই জঙ্গি।

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে। তবে মৃতদের সঠিক পরিচয় জানার জন্য চেষ্টা চলছে পুলিশ পক্ষ থেকে।

Related Articles

Back to top button