নয়ন ঘোষ : সোমবার সকাল থেকে ছাত্র বিক্ষোভে উত্তাল দিল্লির রাজপথ। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সোমবার সকাল থেকে রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ ফি বৃদ্ধি করেছে। এর জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে গত ১৫ দিন ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু তাতে কোন লাভ না হাওয়ায় তারা রাজপথে নেমে এসেছেন। অন্যদিকে পড়ুয়াদের বিক্ষোভে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে রাজধানীর রাজপথে। যদিও পুলিশ ব্যারিকেড করে সেই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছে।