Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gas Cylinder পাওয়া যাবে মাত্র ৫০০ টাকায়, জেনে নিন এই বছরের সবথেকে বড় আপডেট

Updated :  Friday, January 19, 2024 11:15 AM

কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে। সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার একটা বড় ঘোষণা করতে চলেছে খুব শীঘ্রই। সরকার আবারও এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করতে পারে যা সবার মন জয় করতে বাধ্য। আগস্ট মাস থেকে মোদি সরকার প্রতিটি বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করেছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীরা ৩০০ টাকা ভর্তুকি পেতে শুরু করেছেন। এর ফলে এখন ভারতের প্রতিটি মানুষের গড় মাথাপিছু খরচ কিছুটা হলেও কমেছে।

এরই ধারাবাহিকতায় আবারো কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলির জন্য ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করার ঘোষণা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোন ঘোষণা না করলেও গণমাধ্যমের আলোচনায় বর্তমানে এই সিদ্ধান্ত ঘুরছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া ভর্তুকির পরে একটি সাধারণ গ্যাস সিলিন্ডার এখন মাত্র ৬০৩ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এবারে লোকসভা নির্বাচনের আগে সাধারণ বাজেটে যদি আরও ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করার ঘোষণা করা হয় তাহলে মোট ৪০০ টাকা ভর্তুকি দেওয়া হবে এই নাগরিকদের।

ফলে সব মিলিয়ে দেখতে গেলে যদি আরো ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি হয়, তাহলে মোট ৪০০ টাকা সস্তায় আপনি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। ফলে সব মিলিয়ে আপনি মাত্র ৫০০ টাকায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন। ভারতীয় বাজারের গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম এই মুহূর্তে ৯০০ টাকা করে। যার উপর ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছেন এমন মানুষ জন যাদের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাথে যুক্ত রয়েছে। যদি আপনার নাম এই প্রকল্পে যুক্ত থাকে, তাহলে আপনি এলপিজি সিলিন্ডারের উপরে আরো ভর্তুকি পেতে পারেন আগামী ভবিষ্যতে। তবে যারা উজ্জ্বলা যোজনার জন্য নাম নথিভূক্ত করেননি, বা যারা এই প্রকল্পের জন্য যোগ্য নন, তাদের কিন্তু ৯০০ টাকা দিয়েই গ্যাস কিনতে হবে।