নিউজরাজ্য

Metro for Kolkata Book Fair: বইমেলার জন্য রবিবারও কি চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো? কখন থেকে শুরু হবে পরিষেবা? রাতে কতক্ষণ পাবেন মেট্রো?

কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে এবারের বইমেলা উপলক্ষে রবিবারগুলিতে বাড়তি মেট্রো দেওয়া হবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে

Advertisement

অনেকেই কিন্তু ছুটির দিনে কলকাতা বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যমে অনেকেই বইমেলায় যাবেন বলে ঠিক করেছেন। কিন্তু বইমেলায় রবিবারগুলোতে আদৌ ইস্ট ওয়েস্ট মেট্রো কি চলবে? সেক্ষেত্রে কখন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা শুরু হবে এবং কখন শেষ মেট্রো মিলবে চলুন জেনে নেওয়া যাক সেগুলোই।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে রবিবার একুশে জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে মোট ৮০টি মেট্রো চালানো হবে। শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর দিকে ৪০টি মেট্রো চলবে। অন্যদিকে বিপরীত পথে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ৪০টি মেট্রো। বেলা ১২:৫৫ মিনিট থেকে শুরু হবে পরিষেবা এবং রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। অন্যান্য রবিবার গুলোতেও এরকম ভাবেই পরিষেবা চলবে বলে জানা গিয়েছে মেট্রো সূত্রে। দুপুর ২:৫৫ মিনিট থেকে রাত্রি ৯:১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে।

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর উদ্দেশ্যে বেলা ১২ টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো পাওয়া যাবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১:০০ টার সময়। অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ৩৫ মিনিটে। সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত্রি ৯:৪০ মিনিটে। ২১ জানুয়ারির পর ২৮ শে জানুয়ারিও এই একই টাইম টেবিল মেনে পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।

প্রসঙ্গত উল্লেখ্য, পাবলিশার্স এন্ড বুকসেলার গিল্ডের তরফ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার ১৮ই জানুয়ারি থেকে এবং আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত এই বই মেলা চলবে। প্রতিবছরের মতো এইবারেও সল্টলেকে করুণাময়ীর সেন্ট্রাল পার্ককে বেছে নেওয়া হয়েছে এই বইমেলার জন্য। আর সেই কারণেই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালানোর উপরে জোর দিচ্ছে কলকাতা মেট্রো।

Related Articles

Back to top button