Gold Price Rate: এক ধাক্কায় কমলো সোনার দাম, বাড়লো রুপো, দেখে নিন আজকের সোনা রুপোর দর
আজকে ভারতের সোনা এবং রুপোর দাম অনেকটাই ওঠা নামা করেছে
গত বছর এরকম সময় সোনার দাম বিশাল বেড়ে গিয়েছিল। গত বছর সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। যদি আমরা এবছরের কথা বলি তাহলে এখনো পর্যন্ত সোনার দাম তেমন একটা ভাবে বাড়েনি। গত সপ্তাহে সোনার দামে অনেকটা উঠানামা দেখা গিয়েছিল। চলতি সপ্তাহে সোনার দামের ধারাবাহিক পতন চলছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজ সোনা এবং রুপোর দাম কিরকম চলছে।
আজ ২৫ জানুয়ারি দিল্লির বুলিয়ান বাজারে সোনা এবং রুপার দাম প্রকাশিত হয়েছে। সপ্তাহের চতুর্থ দিনে সোনার দাম এই মুহূর্তে ৫০ টাকা কমে গিয়েছে। ২৫ শে জানুয়ারি দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার টাকা। গতকাল বুধবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬৩ হাজার ৫০ টাকা। ২২ ক্যারেট সোনার কথা বলতে গেলে দশ গ্রামের দাম এই মুহূর্তে রয়েছে ৫৭৭৫০ টাকা। গতকাল এই দাম ছিল ৫৭৮০০ টাকা। ভারতের অন্যান্য শহরেও সোনার দাম মোটামুটি একই রকম রয়েছে। পাটনায় ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৫৭৮০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৬৩১৫০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৫৭৯০০ টাকা। মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে ২২ ক্যারেট সোনার দাম ৫৭৮০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫০ টাকা। মুম্বাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৭৭৫০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৫৭৭৫০ টাকা।
একই সাথে আজকে দাম বেড়েছে রুপোর। গতবছর রুপোর দাম অনেক ওঠা নামা করেছিল। তবে এবারের উপর দাম প্রথম থেকেই পড়তে শুরু করেছে। একই সঙ্গে চলতি সপ্তাহের রুপার দামে পতন রেকর্ড করা হয়েছে। আজ সপ্তাহে চতুর্থ দিনে রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা। আজ রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ হাজার ৩০০ টাকায়। গতকালের দাম ছিল প্রতি কেজি ৭৫ হাজার টাকা।