পবন সিং (Pawan Singh)-এর ব্যক্তিগত জীবনে যতই ঝড় উঠুক না কেন, তিনি ভোজপুরি বলয়ের অন্যতম স্তম্ভ। ভোজপুরি ফিল্মের দর্শকদের কাছে পবনের তুলনা হয় বলিউড তারকা সলমান খান (Salman Khan)-এর সাথে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম ‘হর হর গঙ্গে’-তে অভিনয় করছেন পবন। অভিনেতা ছাড়াও তিনি একজন সফল গায়ক। ভোজপুরি সঙ্গীত জগতে পবনের গাওয়া গান যথেষ্ট জনপ্রিয়। 2023 সালে মাত্র এক মাসের ব্যবধানে পবনের দুটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছিল ইউটিউব চ্যানেলে। দুটি মিউজিক ভিডিওই ছিল সুপারহিট। চলতি বছরের 24 শে জানুয়ারি ‘পবন সিং অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে তাঁর পবনের নতুন মিউজিক ভিডিও ‘ছাপা ধন হো’ রিলিজ করেছে।
এই গানে পবনের সাথে মহিলা কন্ঠে সঙ্গত করেছেন শিবানী সিং (Shivani Singh)। লাকি বিশ্বকর্মা (Lakki Biswakarma) পরিচালিত এই মিউজিক ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয়াংশু সিং (Priyanshu Singh)। মিউজিক ভিডিওতে পবনের বিপরীতে অভিনয় করেছেন মনীষা যাদব (Manisha Yadav)। ভিডিওর শুরুতে দেখা যায়, মণীষা পবনকে আদুরে ভঙ্গিতে কাছে ডাকছেন। তাঁর পরনে রয়েছে মেটালিক সিলভার রঙের শাড়ি ও সিকুইনড ব্লাউজ। পবন পরেছেন সাদা রঙের টি-শার্ট ও কালো ট্রাউজার এবং সবুজ রঙের জ্যাকেট। দড়ির খাটিয়ায বসে রয়েছেন পবন।
মণীষা এগিয়ে এসে পবনকে জিজ্ঞাসা করেন, তিনি কি কিছু বুঝতে পেরেছেন! পবন কিছুই বুঝতে পারেন না। মণীষা পবনকে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দেন। উচ্ছ্বসিত হয়ে পবনও তাঁর ভালোবাসার প্রকাশ ঘটাতে চান। একসময় মণীষাকে জড়িয়ে ধরে আদর করেন পবন। এরপর মণীষাকে দেখা যায় লাল রঙের রাতপোশাকে। অপরদিকে পবন পরেন নীল রঙের ভেস্ট ও ট্রাউজার। একসময় লাল গোলাপের পাপড়ি বিছানো শয্যায় এক হয়ে যান নায়ক-নায়িকা। এখনও অবধি এই মিউজিক ভিডিওটির ভিউ প্রায় সাড়ে চব্বিশ লক্ষ ভিউ অতিক্রম করেছে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside