Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাস্তার বেহাল অবস্থায়, কোন রকম বাঁচল মালবোঝাই গাড়ি! তবুও নিশ্চুপ প্রশাসন

কালনা : বর্তমানে রাজ্যের সড়কগুলির বেহাল দশা। প্রতিনিয়তই রাজ্যের কোনো না কোনো প্রান্ত সড়ক দুর্ঘটনার খবর উঠে আসছে খবরে। প্রাণ গেছে বহু মানুষের কিন্তু তবুও টনক নড়েনি সরকারের। আজ আবারও…

Avatar

কালনা : বর্তমানে রাজ্যের সড়কগুলির বেহাল দশা। প্রতিনিয়তই রাজ্যের কোনো না কোনো প্রান্ত সড়ক দুর্ঘটনার খবর উঠে আসছে খবরে। প্রাণ গেছে বহু মানুষের কিন্তু তবুও টনক নড়েনি সরকারের। আজ আবারও এক সড়ক দুর্ঘটনা উঠে এলো খবরে।

আজ পূর্ব বর্ধমানের কালনা এলাকায় দুপুর ৩.৩০ টা নাগাদ এক মালবোঝাই গাড়ি উল্টে পড়ার হাত থেকে বেঁচে যায়। ঘটনাটি নবদ্বীপ থেকে কালনা গামী এসটিকেকে রোডে ঘটে। সূত্রের খবর রাস্তার এক বড় গর্তে মালবোঝাই গাড়িটির চাকা পড়ে যায় এবং গর্ত থেকে চাকাটি তোলার চেষ্টা করলে উল্টে পড়ার পর্যায়ে চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকেরা তদমুহুর্তে প্রশাসনকে খবর দেয়। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে রাস্তায় যান চলাচল বন্ধ করে ক্রেনের সাহায্যে গাড়িটিকে গর্ত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িটিকে উদ্ধার করার পরই রাস্তায় যান চলাচল আবার স্বাভাবিক হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাস্তার বেহাল অবস্থায়, কোন রকম বাঁচল মালবোঝাই গাড়ি! তবুও নিশ্চুপ প্রশাসন

খবর সূত্রে জানা যায় যে, রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময়ে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। বারবার সরকারের কাছে রাস্তার বেহাল দশা পরিবর্তনের জন্য আবেদন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি। সরকারের এই নীরবতা ও নিশ্চলতার কারণে অসুবিধায় বহু সাধারণ মানুষ। সরকারের এই নিরবতার পিছনে কারণ কি তা নিয়ে উঠেছে বহু প্রশ্ন এবং ক্ষোভে ফেটে পড়েছেন জন সাধারণ।

About Author