সড়ক দুর্ঘটনায় জম্মু-কাশ্মীরে প্রান হারালেন ১৬ জন

জম্মু-কাশ্মীর : মঙ্গলবার জম্মু-কাশ্মীরের ডোডো শহরের কাছে বাটোট-কিসতওয়ার জাতীয় সড়কে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দূর্ঘটনার ফলে ১৬ জনের মৃত্যু হয়, আহত অনেক। মৃতের সংখ্যা আরও বাড়তে…

Avatar

জম্মু-কাশ্মীর : মঙ্গলবার জম্মু-কাশ্মীরের ডোডো শহরের কাছে বাটোট-কিসতওয়ার জাতীয় সড়কে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দূর্ঘটনার ফলে ১৬ জনের মৃত্যু হয়, আহত অনেক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডোডোর এসএসপি মুমতাজ আহমেদ জানিয়েছেন এদিন পার্বত্য এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। ফলে পাকদন্ডি পথ থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। আপাতত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার ক্লীনি থেকে মারামাটের গোয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি। দুপুর সাড়ে তিনটা নাগাদ পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক, যার ফলে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকার্য এখনও চলছে।