আসন্ন লোকসভা ভোটের আগে অর্থাৎ ১লা ফেব্রুয়ারি দেশের বার্ষিক বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে একের পর এক সেরা বাজেট পেশ করে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন নির্মলা সীতারমন। প্রথমত, সেনাবাহিনী, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিরাট অংকের টাকা বিনিয়োগ এবং সাধারণ মানুষদের জন্য ৭ লাখ টাকা পর্যন্ত বিনা করে অর্থ উপার্জন করার সুযোগ দিয়েছেন নির্মলা সীতারমন।
সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, ২০২৪ সালের বাজেটে ব্যক্তিগত আয়ের ওপর কর ধার্য করার সীমা আরও বাড়াতে চলেছেন নির্মলা সীতারমন। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ট্যাক্স নিষেধাজ্ঞা করে ৮ লাখ টাকা পর্যন্ত করতে পারেন অর্থমন্ত্রী। অর্থাৎ, আসন্ন বাজেটে বার্ষিক ৮ লাখ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের সম্পূর্ণ ট্যাক্স মওকুফ করার ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমন।
এদিকে, অল ইন্ডিয়া ট্যাক্স প্রফেশনাল অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি নারায়ণ জৈন বলেছেন, এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট হবে, তবে এতে পূর্ণাঙ্গ বাজেটের জন্য কিছু ইঙ্গিত থাকতে পারে। পাশাপাশি, বেঙ্গল চেম্বার অফ কমার্সের ফিসকাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যাক্সেশন কমিটির চেয়ারপার্সন বিবেক জালা জানিয়েছেন, ব্যক্তিগত আয়ের উপর ট্যাক্স প্রদানের ক্ষেত্রে কিছুটা সরলীকরণ দেখা যেতে পারে আসন্ন বাজেটে। এছাড়া FICCI মহিলা সংস্থার চেয়ারপার্সন রাধিকা ডালমিয়া জানিয়েছেন, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে ট্যাক্সের উপর সরলীকরণ করার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।














