Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহারাষ্ট্রে টানপোড়েনের জের, এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি প্রার্থী দিলো শিবসেনা

Updated :  Wednesday, November 13, 2019 6:14 PM

অরূপ মাহাত: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে দু দলের মধ্যে টানপোড়েন। বিজেপির বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ এনে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিবসেনা। এনডিএ মন্ত্রীসভায় শিবসেনার একমাত্র প্রতিনিধি অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করেছেন। তারই রেশ এসে পৌঁছালো বঙ্গের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের তিন বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেওয়ার পর একটি কেন্দ্রে প্রার্থী দিল শিবসেনাও।

খড়গপুর সদর কেন্দ্রে শিবসেনার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বছর চৌত্রিশের দেবায়ন পতি। পেশায় ব্যবসায়ী শিবসেনার এই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বাম ও বিজেপির মেকি হিন্দুত্ববাদের বিরুদ্ধে শিবসেনা লড়াই করছে জানিয়ে দেবায়ন এদিন বলেন, ‘জিতব কিনা জানি না, তবে মানুষের পাশে থাকতেই লড়াইয়ে নেমেছি।’

তবে শিবসেনার এই প্রার্থীকে নিয়ে মাথা ঘামাতে নারাজ রাজ্য বিজেপি। প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বাংলার সতেরোটি কেন্দ্রে প্রার্থী ছিল শিবসেনার। এমনকি প্রার্থী ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও। যে দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁর ছেড়ে যাওয়া বিধানসভা খড়গপুর সদর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী পঁচিশে নভেম্বর।