ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভারতের নোট থেকে মুছে যাবে মহাত্মা গান্ধীর ছবি? কি জানালো ভারতীয় রিজার্ভ ব্যাংক

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই এই সম্পর্কে একটা বড় ঘোষণা করা হয়েছে

Advertisement

গত বছর ভারত সরকার প্রচলন থেকে ২০০০ টাকার নোট সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছিল। নতুন করে আবারো ২০০০ টাকার নোট সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ভাইরাল। তার সাথে সাথেই আরো একটা খবর ছড়িয়ে পড়েছে সারা ভারতে। আগামী দিনে কি তাহলে নোট থেকে মুছে যাবে মহাত্মা গান্ধীর ছবি? একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আবদুল কালাম এর ছবি সম্বলিত নোট ইস্যু করতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রকের অধীনে সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মহাত্মা গান্ধীর বদলে এপিজে আব্দুল কালাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জল চিহ্নের দুটি সেট ইতিমধ্যেই আইআইটি দিল্লির অধ্যাপক দিলীপ শাহানির কাছে পাঠিয়েছেন। দিলীপ সাহানি ওই দুটি সেটের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন বলে জানা যাচ্ছে। এরপরেই তা সরকারের কাছে উপস্থাপিত করা হবে।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে ব্যাংক এখনই কিন্তু নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলছে না। কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই স্পষ্ট করেছে দেশে এমন কিছু মিডিয়া হাউজ রয়েছে যারা এই ব্যাপারে ভুল খবর প্রকাশ করছে। রিজার্ভ ব্যাংক কিন্তু এখনই মুদ্রা এবং নোট থেকে সরিয়ে ফেলছে না মহাত্মা গান্ধীর ছবি। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এমন কোন প্রস্তাব এই মুহূর্তে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকা এবং জাপানে একাধিক ব্যক্তির সাথে নোট ছাপা হয়ে থাকে। মার্কিন ডলারের জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আব্রাহাম লিংকন পর্যন্ত অনেক মানুষের ছবি থাকে। একইভাবে জাপানি ইয়েনেও এই ধরনের ছবি আপনারা দেখতে পান। সেই কারণেই হয়তো ভারতেও এবারে একাধিক ব্যক্তির ছবি সম্বলিত নোট আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

আবার অন্য একটি বিবৃতিতে জানানো হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পুরনো ১০০ টাকার নোট নিষিদ্ধ করার পরিকল্পনা শুরু করেছে। এখন নাকি এই ধরনের পুরনো ১০০ টাকার নোট প্রচলনের বাইরে চলে যাবে। ৩১ মার্চ ২০২৪ এর মধ্যে এই সমস্ত পুরনো ১০০ টাকার নোট পরিবর্তন করার নির্দেশ দিয়েছে সরকার। তবে এই খবরটি কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা এবং এখনো পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কোনরকম আইনি দরপত্র এই বিষয়ে করা হয়নি।

Related Articles

Back to top button