এবার আর দুশ্চিন্তা নয়, জলের দামে টিকিট কেটে ভারতীয় রেলের যাত্রা উপভোগ করতে পারবেন ভারতীয় প্রবীণ নাগরিকরা। তবে তার আগে আজকের নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের কোটি কোটি মানুষ রেল যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে অত্যন্ত কম সময়ে এবং কম টাকা ব্যয় করে নিজের গন্তব্যে পৌঁছায়। আপনি জানলে অবাক হবেন, প্রতিদিন প্রায় চার কোটি মানুষ ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছান। আর বিশাল এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে প্রায় ১৫ হাজার ট্রেন। যার মাধ্যমে প্রায় ৪ কোটি মানুষ নিজেদের কর্মকেন্দ্রে পৌঁছায়।
আপনি জানলে অবাক হবেন, ভারতের প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্মচারী জানান, প্রবীণ মানুষের কথা বিবেচনায় রেখে ভারতীয় রেল এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। স্বল্প মূল্যে টিকিটে এবার ভারতীয় রেলের যাত্রা উপভোগ করতে পারবেন নাগরিকরা। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, তারা এবং কিভাবে সহজলভ্য টিকিটের মাধ্যমে ভারতীয় রেলের যাত্রা উপভোগ করতে পারবেন-
আমরা আপনাদের বলি, ২০২০ সালে করোনা কালীন পরিস্থিতিতে ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের টিকিটের ওপর ডিসকাউন্ট দেওয়ার নিয়ম পরিবর্তন করে। যেখানে প্রবীণ নাগরিকরা ৫০ শতাংশ ছাড়ে রেলের যাত্রা উপভোগ করতে পারতেন, সেখানে বর্তমানে সম্পূর্ণ ভাড়া প্রদান করে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। তবে রেলের আপৎকালীন ভাবে নেওয়া এই সিদ্ধান্ত এবার পরিবর্তন হতে চলেছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন, করোনা মহামারির কারণে ভারতীয় রেল লোকসানের মুখে পড়েছিল। প্রায় ৫৩ হাজার কোটি টাকা ভারতীয় রেলকে ভর্তুকি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বর্তমানে রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে এবং প্রবীণ নাগরিকদের টিকিটের ক্ষেত্রে ছাড়ের প্রসঙ্গটি পুনরায় স্বাভাবিক নিয়মে কার্যকর করা হবে।