বন্দে ভারত ট্রেন নিয়ে আরও বড় আপডেট, এবার চালু হবে এই রুটে
কেন্দ্রীয় সরকার এবারে একটি নতুন রুটে বন্দে ভারত চালানোর ব্যাপারে কাজ করছে
ভারতীয় রেল ভারতের সবথেকে বড় সংযোগের মাধ্যম। এই রেল ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে যাতায়াত করে থাকেন। রেল পরিষেবা ভারতের সবথেকে আধুনিক যাত্রা ব্যাবস্থার মধ্যে একটা। তবে, অনেক বছর ধরেই যাত্রীদের অভিযোগ ছিল, রেলে নাকি সুপারফাস্ট ক্যাটেগরির ট্রেন নেই। তবে, এখন আর সেটা বলা যাবেনা। এখন ভারতে এসে গেছে বন্দে ভারত ট্রেন। ভারতীয় রেলওয়ে গত কয়েক বছরে বন্দে ভারত ট্রেনের উপর অনেক বেশি মনোযোগ দিয়েছে। একের পর এক নতুন রুটে চালু হচ্ছে বন্দে ভারত ট্রেন। আর এবার ভারতীয় রেলের যাত্রীদের জন্য একটি সুখবর এসেছে।
আরেকটি নতুন রুটে ছুটতে চলেছে বন্দে ভারত ট্রেন। এই ট্রেনটি কর্ণাটকের বেলাগাভি এবং পুনের মধ্যে চলবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য অনুমোদন দিয়েছে। রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেত্রী ইরানা কাদাদি এই তথ্য জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে বৈঠকে। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই বিষয়টা নিয়ে একটা চিঠি দিয়েছেন ইরানা কাদাদি। তিনি বলেছেন, এই রুটে ট্রেন চালু হলে অনেকে উপকৃত হবে। পাশাপাশি, এই রুটে যদি ট্রেন চালু হয় তাহলে অনেকেই নিজের কাজের জায়গায় সহজে যেতে পারবেন।
তবে, বেলগাভি এবং পুনের মধ্যে কবে বন্দে ভারত শুরু হবে তা ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে এই ট্রেন চালু হলে যাত্রীরা শুধু কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না। বরং বাণিজ্য ও পর্যটনও আরো বেশি করে চাঙ্গা হবে। আপনাদের জানিয়ে রাখি যে, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী মোদী পাঁচটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করেছিলেন ভারতে। অযোধ্যা থেকে শুরু হওয়া এই ট্রেনগুলি এখন বিভিন্ন রুটে চলতে শুরু করেছে। এর আগে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেছিলেন যে বন্দে ভারত ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৮২ করা হয়েছে এবং নতুন দিল্লি-মুম্বাই এবং নয়াদিল্লি-হাওড়া রেলপথে এই ট্রেনগুলির গতি ঘন্টায় ১৬০ কিলোমিটারে বাড়ানোর কাজ চলছে