ভারতে আসছে মোটোরোলার সস্তা স্মার্টফোন Moto G 04, লঞ্চ হতে পারে ৭ হাজার টাকায়
এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন এমন কিছু ফিচার যা হয়তো অন্যান্য স্মার্টফোনে আপনারা সহজে পাবেন না
মটোরোলা ইন্ডিয়া তাদের আসন্ন নতুন স্মার্টফোনের দাম খুব তাড়াতাড়ি কমাতে চলেছে। মোটোরোলা কোম্পানিটি ভারতে তাদের নতুন সস্তা স্মার্টফোন Moto G 24 Power লঞ্চ করে দিয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র ৮ হাজার ৯৯৯ টাকা। কম বাজেটের এই মোবাইলের পর এবার ভারতে আরও একটি কমদামের মোবাইল আনতে চলেছে মোটরোলা ইন্ডিয়া। শীঘ্রই এই কোম্পানিটি তাদের নতুন স্মার্টফোন Moto G 04 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই তাদের অফিসিয়াল টুইটার হেন্ডেলে এর ব্যাপারে একটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে মটোরোলা। ভারতে খুব শীঘ্রই এই স্মার্টফোনটি আসতে চলেছে। বিশ্ববাজারে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই স্মার্টফোনের নাম এখনও পর্যন্ত স্থির নয়। এখন ফোনটি লঞ্চের তারিখের জন্য অপেক্ষা করছে। মনে করা হচ্ছে এই স্মার্টফোনে দেওয়া হবে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও থাকবে ইউনি এসওসি T 606 প্রসেসর, ৮জিবি Ram ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে থাকবে ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারী।
এই স্মার্টফোনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৩.৫ mm অডিও জ্যাক, Dolbi Atmos স্পিকার, ডুয়াল সিম ফোরজি, ওয়াইফাই ব্লুটুথ এবং অন্যান্য ফিচার। মাত্র ১০৭৯০ টাকা দামে এই স্মার্টফোন আপনারা কিনতে পারবেন। তবে মোটোরোলা চাইলে এই স্মার্টফোন ৭ হাজার টাকার কমেও লঞ্চ করতে পারে।