দেশনিউজ

রাজধানীর বাতাসে বিষ, আজও কোন পরিবর্তন নেই দিল্লীর আবহাওয়ায়

Advertisement
Advertisement

দিল্লি : রাজধানী দিল্লীতে বায়ুদূষণ মারাত্মক রূপ ধারন করেছে। দিল্লির আকাশ ধোঁয়াশায় স্তরে নিমজ্জিত। বাতাসে যেন বিষ মিশে রয়েছে। এখনও বিষ হাওয়া থেকে স্বস্তি পায়নি শহরবাসী।

Advertisement
Advertisement

আজ, শুক্রবার সরকারি সংস্থার খবর অনুসারে সামগ্রিক বায়ু মানের সূচকটি এয়ারপোর্ট এলাকায় ৯৩০ এ দাঁড়িয়েছে। দিল্লির রাজপথ এবং নয়ডাতে আজ AIQ ৭০০ এর উপরে দাঁড়িয়েছে। আজ সকালের দিকে রাজপথে ধোঁয়াশার পরিমাণ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়। গাজিয়াবাদে বায়ু দূষণের মান আজ ৫০০ এর উপরে ছিল।

Advertisement

সরকারি সংস্থার খবর অনুসারে এখনও কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না রাজধানীবাসী। পশ্চিমী রাজ্য গুলির প্রভাবে আকাশ ভরে থাকবে ধোঁয়ায়। আজ এক সরকারি রিপোর্টে জানানো হয় যে, ২০১৬ সালে বায়ু দূষণের ফলে প্রায় ৫ লক্ষ মানুষ মারা গেছিল।

Advertisement
Advertisement

দিল্লির পাশাপাশি কলকাতাতেও থাবা বসিয়েছে বায়ুদূষণ। কলকাতাতে বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য এয়ার পিউরিফায়ার নির্মান করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Related Articles

Back to top button