কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুন সুখবর। এবার এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করা হলো তাদের বেতন। সম্প্রতি কেন্দ্রীয় কর্মীদের নতুন মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে। ঘোষণাতে এখনও সময় রয়েছে বলে জানা যাচ্ছে। তবে মার্চ মাসের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। মার্চ মাসে শুধুমাত্র মহার্ঘ ভাতা নিয়ে এই সিদ্ধান্ত থেমে থাকবে না। মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এবারে তাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুখবর। প্রকৃতপক্ষে কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিশ্চিত করা হয়েছে। এবারে তারা ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার পাশাপাশি ৩০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পেতে পারেন।
চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়টা অনুমোদন করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হবে বলে জানা গিয়েছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। আমাদের জানিয়ে রাখি মহার্ঘ ভাতা ২৫ শতাংশ যখন অতিক্রম করেছিল তখন হাউজেরেন্ট অ্যালাওেন্স ৩ শতাংশ সংশোধন করা হয়েছিল। সেই সময় HRA এর উর্ধ্বসীমা ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়। তবে এখন যদি মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যায় তাহলে HRA ৩০ শতাংশ হয়ে যাবে। তবে শুধুমাত্র এক্স ক্যাটেগরিতে থাকা শহরগুলিতে ৩০ শতাংশ পাওয়া যাবে বাড়ি ভাড়া ভাতা। এই সমস্ত শহরে কর্মরত কর্মীরা অনেকটা বেশি টাকা পেয়ে যাবেন।
ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং অনুসারে কেন্দ্রীয় কর্মীদের জন্য হাউজ রেন্ট অ্যালাউন্স সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বাড়ি ভাড়া ভাতা মূলত এক্স ওয়াই এবং জেড ক্যাটেগরির শহর অনুসারে আলাদা আলাদা হতে পারে। বর্তমানে ২৭ শতাংশ হারে পাওয়া যাবে এক্স ক্যাটাগরির শহরে বাড়ি ভাড়া ভাতা, Y ক্যাটাগোরির শহরে পাওয়া যাবে ১৮ শতাংশ করে এবং Z ক্যাটেগরীর শহরে ৯ শতাংশ করে মহার্ঘ ভাতা পাওয়া যাবে।