Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

INDIAN RAILWAYS যাত্রীদের জন্য বড় সুখবর, ৫০ শতাংশ কমে যেতে চলেছে ভারতীয় রেলওয়ের ভাড়া

লোকসভা নির্বাচনের আগে রেল যাত্রীদের জন্য একটা বড় সুখবর দিল ভারতীয় রেলওয়ে। যাত্রীদের স্বস্তি দিয়ে এবারে ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির আগে যেরকম ভাড়া ছিল…

Avatar

লোকসভা নির্বাচনের আগে রেল যাত্রীদের জন্য একটা বড় সুখবর দিল ভারতীয় রেলওয়ে। যাত্রীদের স্বস্তি দিয়ে এবারে ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির আগে যেরকম ভাড়া ছিল এবারে সেরকমই ভাড়া নির্ধারণ করার ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর রেলযাত্রীদের বড় স্বস্তি দিয়ে ভারতীয় রেলওয়ে ট্রেনের ভাড়া ৫০ শতাংশ কম করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রীবাহী ট্রেনের প্রতিদিন যাতায়াতকারী যাত্রীরা এই সুবিধা পেয়ে যাবেন বলে খবর। টিকিটের দাম করোণা পূর্ববর্তী স্তরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রেল এবং খুব শীঘ্রই এই নতুন সিদ্ধান্ত বলবৎ হবে বলে জানানো হয়েছে ভারতীয় রেলের তরফে। ভারতীয় রেলের সিদ্ধান্তে ট্রেনের ভাড়া অনেকটা কমে যাবে বলে জানা যাচ্ছে।

ইকোনমিক্স টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলওয়ে সমস্ত মেমু ট্রেনের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোভিড মহামারী চলাকালীন ট্রেনে ভিড় কমানোর জন্য যাত্রীবাহী বিভিন্ন ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লকডাউন শেষ হবার পরে আবারো যাত্রীবাহী ট্রেনগুলিকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। এক্সপ্রেস ট্রেনের ভাড়ার সাথে এইগুলিকে সংযুক্ত করা হয়েছে এবং একই সাথে নির্ধারণ করা হয়েছে নতুন ভাড়া। করোনাভাইরাসের সময় ভারতীয় রেলওয়ের সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রতিদিনের যাত্রীরা। যাত্রীদের স্বস্তি দিতে ২৭ ফেব্রুয়ারি রেলপথে আবারও যাত্রীবাহী ট্রেন গুলিতে দ্বিতীয় শ্রেণীর ভাড়া কার্যকর করতে চলেছে ভারতীয় রেলওয়ে। রেলওয়ে সমস্ত মেমু ট্রেন থেকে শুরু করে অন্যান্য ট্রেনের ভাড়া প্রায় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রেলের অসংরক্ষিত টিকিট সিস্টেম অ্যাপে ভাড়া সংক্রান্ত নতুন বিধি নিষেধ জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেল করোনাভাইরাসের সময় ট্রেনের ভাড়া কিছুটা হলেও বৃদ্ধি করেছিল। সেই কারণে ট্রেনে ভিড় কমানোর জন্য যাত্রীদের কাছ থেকে এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু এবারে যাত্রীবাহী ট্রেনের যাতায়াতকারী যাত্রীরা আগের ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যারা প্রতিদিন যাত্রা করেন তাদের জন্য বিষয়টা খুব লাভজনক হতে চলেছে।

About Author