এয়ার ইন্ডিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত আগেই কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছিল। এবারে বেসরকারীকরনের তালিকায় যুক্ত হল আরেক সংস্থার নাম। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়ামকে বিক্রির সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। এবং এই বিক্রির প্রক্রিয়া আগামী বছরের মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বিগত কয়েকমাস ধরে আর্থিক মন্দা দেখা গিয়েছে জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। ক্রমাগত লোকসানের ফলে দিনের পর দিন ঋণ বেড়েছে এই সংস্থার এবং আর্থিক দিক থেকে কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গেছে এয়ার ইন্ডিয়ার। পরিস্থিতি এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে যে ৫৮ হাজার কোটি টাকার ঋণের বোঝা এসে পড়েছে এয়ার ইন্ডিয়ার উপর।
এছাড়া ভারত পেট্রোলিয়ামের ৫৩.২৯ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে। তাই দেশকে আর্থিক মন্দা থেকে উদ্ধার করার জন্য এই দুটি সংস্থার বিলগ্নিকরনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।
গতকাল শনিবার এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে দুটি সংস্থার বেসরকারীকরনের প্রক্রিয়া আগামী বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এদিন তিনি বলেন, “সরকারের কোষাগারের অবস্থা শোচনীয় তাই দেশের স্বার্থে সরকারকে অনেক অপ্রিয় পদক্ষেপ নিতে হচ্ছে।
তাই এই দুটি সংস্থা বিক্রি করে চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কোটি টাকা তুলে কেন্দ্রীয় কোষাগারে ঢোকাতে চায়।” এয়ার ইন্ডিয়ার বিক্রি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে বলে দাবি করেন নির্মলা সীতারামন।আর্থিক বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারে বিদেশী সংস্থা প্রবেশ করলে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে।