Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, পুজো দেবেন মদনমোহন মন্দিরে

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গ সফর। আগামী তিনদিন ধরে গ্রহণ করা হবে বিভিন্ন ধরণের কর্মসূচি। আজ মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন কোচবিহারের তৃণমূলের…

Avatar

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের উত্তরবঙ্গ ও মধ্যবঙ্গ সফর। আগামী তিনদিন ধরে গ্রহণ করা হবে বিভিন্ন ধরণের কর্মসূচি। আজ মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন কোচবিহারের তৃণমূলের কর্মীসভায় এবং তারপর অংশ নিতে চলেছেন রাসমেলায়।

আজ দুপুরে এমন কর্মসূচি নিয়ে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন সূত্রে খবর, আজ দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিকাল ৪ টা নাগাদ মুখ্যমন্ত্রী কোচবিহারের অস্থায়ী হেলিপ্যাডে নামবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর জন্য কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়াম এবং এবং পুলিশ লাইনের মাঠে তৈরী করা হয়েছে দুটি অস্থায়ী হেলিপ্যাড। হেলিকপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রী কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। ঐ বৈঠকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত সভাপতি উপস্থিত থাকবেন। এই সভা থেকে মুখ্যমন্ত্রী কিছু জরুরি বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সম্ভবত পায়ে হেঁটে দেখতে যাবেন কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। সমস্ত রীতি মেনে পুজো দেবেন মদনমোহন মন্দিরে। সেক্ষেত্রে হাঁটা পথে যেতে মুখ্যমন্ত্রীর যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বহু পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

রাসমেলায় বহু মানুষ ভিড় করে তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্যে আঁটোসাটো পুলিশ প্রশাসন। তার মধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে তার জন্য দর্শনার্থীদের যেনো কোনো অসুবিধা না হয়।লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোচবিহার সফর মুখ্যমন্ত্রীর।

About Author