মাসিক ১,০০০ টাকা বিনিয়োগে অবিশ্বাস্য রিটার্ন, ৬৫ লাখ টাকার মালিক হতে আজকেই বিনিয়োগ করুন SIP-তে
মাসিক ১,০০০ টাকা বিনিয়োগ অর্থাৎ বছরে ১২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে।
এবার কোটিপতি হওয়া হল আরও সহজ। অমিতাভ বচ্চনের ‘কোন বানেগা ক্রোড়পতিতে’ কঠিন প্রশ্নের জবাব না দিয়েই নির্ধারিত সময় শেষে ৬৫ লাখ টাকার মালিক হন আপনিও। তবে এর জন্য আপনাকে কয়েকটি সহজ শর্ত মেনে চলতে হবে। প্রথমত, মিউচুয়াল ফান্ডের SIP-তে এখন থেকেই বিনিয়োগ করা শুরু করতে হবে। যত কম বয়স থেকে আপনি এই একাউন্টে বিনিয়োগ করা শুরু করবেন, ততই আপনার কিস্তির টাকা কম প্রদান করতে হবে। আজ্ঞে হ্যাঁ, মাত্র হাজার টাকা মাসিক কিস্তিতে আপনিও ৬৫ লাখ টাকার মালিক হতে পারেন।
আমরা আপনাদের বলি, দুর্দান্ত এই সুযোগটি আপনাদের হাতে তুলে দিচ্ছে ভারতীয় মিউচুয়াল ফান্ড। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ঝুঁকি ছাড়াই আপনিও হতে পারেন ৬৫ লাখ টাকার মালিক। তবে এর জন্য আপনাকে সাধারণ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এবং সময় মতো কিস্তি প্রদান করতে হবে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, মিউচুয়াল ফান্ডের দুর্দান্ত এই স্কিম সম্পর্কে-
আমরা আপনাদের বলি, যদি এই মুহূর্তে আপনার বয়স ২৫ বছর হয়, তবে এই স্কিমের জন্য আপনি একদম উপযুক্ত। যত কম বয়সে আপনি এই স্কিমে বিনিয়োগ করবেন, কিস্তিতে তত কম টাকা প্রদান করতে হবে আপনাকে। যদি ২৫ বছর বয়স থেকে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে থাকেন, তবে ৬৫ লাখ টাকা পাওয়ার জন্য আপনাকে আগামী ৩৫ বছর ধরে প্রতিমাসে ১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
মাসিক ১,০০০ টাকা বিনিয়োগ অর্থাৎ বছরে ১২,০০০ টাকা বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। যেখান থেকে আপনি ১২-১৫ শতাংশ হারে সুদ রিটার্ন পাবেন। নির্দিষ্ট এই স্কিমে আগামী ৩৫ বছরের ধরে সর্বমোট ৪.২ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের ফলে আপনি মেয়াদ শেষে ৬১ লাখ টাকা সুদ এবং আপনার বিনিয়োগ করা ৪.২ লাখ টাকা সমেত ৬৫.২ লাখ টাকা রিটার্ন পাবেন। সময় নষ্ট না করে আজকেই বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ডের এই লাভজনক স্কিমে।