Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৪০ বছরের পা দিলেন ‘আশিক বানায়া আপনে’ অভিনেত্রী তনুশ্রী দত্ত, এখন এমন দেখতে হয়েছে অভিনেত্রীকে, দেখুন ছবি

Updated :  Wednesday, March 20, 2024 10:48 PM

মিস ইন্ডিয়া ও ইউনিভার্স জিতে ২০০৫ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই সময় তার ছবি আহিক বানায়া আপনে সবাইকে যেন মুগ্ধ করে তুলেছিল। ইমরান হাশমির সঙ্গে তার রোম্যান্স দেখে সবাই যেনো উত্তেজিত হয়ে পড়েছিলেন। খুব কম সময়ের মধ্যেই তনুশ্রী নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন বলিউডে। আজকে তিনি নিজের ৪০ তম জন্মদিন পালন করছেন। তাহলে চলুন তাহলে জেনে নেওয়া যাক, এত বছর লাইমলাইটের থেকে দূরে থেকে তিনি কেমনভাবে নিজের জীবনটা কাটাচ্ছেন।

৪০ বছরের পা দিলেন 'আশিক বানায়া আপনে' অভিনেত্রী তনুশ্রী দত্ত, এখন এমন দেখতে হয়েছে অভিনেত্রীকে, দেখুন ছবি

জানিয়ে রাখি, তনুশ্রীর জন্ম হয়েছিল কলকাতায়। তিনি ছোট থেকেই স্বপ্ন দেখতেন একদিন তিনি অভিনেত্রী হবেন। সেরকমভাবে নিজের স্বপ্নকে পূরণ করে তিনি ২০০৫ সালে আত্মপ্রকাশ করেন বলি দুনিয়ায়। আর আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান। ৯০ এর দশকের ছেলেদের তিনি নিজের স্টাইলের মাধ্যমে ব্যাপকভাবে ঘায়েল করেন। ২০০৫ এর পর থেকে সারা ভারতেই শুরু হয়েছিল তার ক্রেজ। ক্যারিয়ারে কম সিনেমায় অভিনয় করলেও তিনি বলি দুনিয়ার লাইমলাইটে সবসময় ছিলেন। তবে, এখন ক্যামেরা থেকে তিনি অনেকটাই দূরে। এখন শুধুমাত্র নিজের জীবনটা নিয়েই ব্যস্ত তিনি। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে তিনি নিজের ৪০ তম জন্মদিন পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে বেশ সক্রিয় দেখা যায় বটে, তবে তিনি শুধুমাত্র সেখানেই নিজের ভক্তদের সঙ্গে কানেকটেড থাকেন। তিনি প্রায়শই নিজের ভক্তদের সঙ্গে রিল এবং ছবি শেয়ার করে থাকেন। তনুশ্রীর ভক্তরা তার এইসব রিল ও ছবি বেশ পছন্দ করেন।

৪০ বছরের পা দিলেন 'আশিক বানায়া আপনে' অভিনেত্রী তনুশ্রী দত্ত, এখন এমন দেখতে হয়েছে অভিনেত্রীকে, দেখুন ছবি

মিস ইন্ডিয়া জিতে যাওয়ার পরে তিনি বলি দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নেন। সেই সময় তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে রয়েছে আশিক বানায়া আপনে, ঢোল, রিস্ক, অ্যাপার্টমেন্টের মতো কিছু ছবি। তবে তার ছবিগুলো তেমন একটা কিছু ব্যবসা করতে পারেনি। তবে আশিক বানায়া আপনে ছবিটি পরে যদিও বেশ নাম করে। ২০০৫ সালে প্রথম তিনি যে ছবিতে অভিনয় করেছিলেন সেটা ছিল চকোলেট। তবে সেই ছবিটি একেবারেই ফ্লপ হয়। পরবর্তী ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন ইমরান হাশমি। সেই সময় তার এবং ইমরানের একটি চুম্বন দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভারতে। এখনো সেই দৃশ্য নিয়ে অনেক সময় আলোচনা হয়।

৪০ বছরের পা দিলেন 'আশিক বানায়া আপনে' অভিনেত্রী তনুশ্রী দত্ত, এখন এমন দেখতে হয়েছে অভিনেত্রীকে, দেখুন ছবি

আর সেই দৃশ্যের পরেই বলিউডের সাহসী অভিনেত্রীর তালিকায় নাম জুড়ে যায় তনুশ্রীর। গত ১৯ বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তবে, লাগাতার ফ্লপ ছবির কারণে তিনি এখন ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে। এর পাশাপাশি তার চেহারাও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। ফলে এখন অনেকেই তাকে চিনতে পারেন না। যদিও তার জীবনে খুব বিতর্কের সংখ্যাও নেহাত কম নয়। এর আগে নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে বিতর্কের মুখে পড়েছিলেন তনুশ্রী। যদিও সেই সময় অনেকেই তার হয়ে কথা বলেছিলেন। পরবর্তীতে আবার ২০১৮ সালে তনুশ্রী এক অদ্ভুত দাবি করেছিলেন। তিনি বলেছিলেন তিনি বিয়ে করতে যাচ্ছেন কিন্তু রাখি সাবন্তের জন্য তার বিয়ে ভেঙে গিয়েছে। সেই সময় এই নিয়ে খবরের শিরোনাম হলেও, পরবর্তীতে এখনো নাকি তনুশ্রী বিয়ে করেননি।