Lakshmir Bhandar: অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা সরাসরি, আপনি পেয়েছেন তো? চেক করুন
বাংলার মহিলাদের মুখে হাসি আরও ঝলমলে হতে পারে। রাজ্য সরকার একটা বড় ঘোষণা করেছিল। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে।
২০২১ সালের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের মহিলারা নির্দিষ্ট সময় অন্তর টাকা পেতে শুরু করেন। যে মহিলারা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তাঁদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য রাজ্য সরকার নিয়েছিল এই পদক্ষেপ।
এ বছর লোকসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই মতো শুরু হয়েছে প্রক্রিয়া। এবারেও মহিলাদের ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। যে মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তাঁরা এবার পাবেন অতিরিক্ত টাকা। আগে যারা ৫০০ টাকা করে পেতেন এবার তাঁরা পাবেন ১০০০ টাকা করে। যাঁরা হাজার টাকা করে পেতেন তাঁরা পাবেন ১,২০০ টাকা। সাধারণ মহিলারা মাসে মাসে এবার ১০০০ টাকা করে এবং আদিবাসী-তপশিলী জাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে পাবেন।
এই মাসের এক তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারে অ্যাকাউন্ট থাকা মহিলাদের জন্য বাড়তি টাকা পাঠানোর কথা ছিল। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না চেক করে নিন তাড়াতাড়ি। গোটা আর্থিক বছরে এর জন্য রাজ্য সরকারের কুড়ি হাজার কোটি টাকার ও বেশি টাকা খরচ হবে। দু’কোটিরও বেশি মহিলা বর্তমানে লক্ষীর ভান্ডার পাচ্ছেন।