Pan-Aadhaar Link: সবার জন্য প্যানএবং আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়, আপনার ক্ষেত্রে কি নিয়ম?
আপনি যদি জানতে চান আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা গুরুত্বপূর্ণ কিনা তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য
প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু ভারতের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সমস্ত ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে কর সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকালকার দিনে। আপনাকে যদি এখন কোন কারনে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে আপনাকে বাঁচাবে শুধুমাত্র আপনার প্যান কার্ড এবং আধার কার্ড। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা নিয়ে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তবে সবার জন্য এই নিয়ম কিন্তু লাগু নয়। কয়েকজন ব্যক্তি রয়েছেন যাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করলেও কোন সমস্যা হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাদের ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কোন দরকার নেই।
৮০ বছর বয়সের বেশি ব্যক্তিদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালেও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া আয়কর আইন অনুযায়ী অনাবাসী বা যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদেরকেও আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে হবে না। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করলে আপনারা হয়তো কয়েকটি সুবিধা পাবেন না। কিন্তু তাতে আপনাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করালে আপনার আয়কর রিটার্ন আপনি দাখিল করতে পারবেন না। শুধু তাই নয় ব্যাংকের লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিন্তু যাদের, এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার বিষয়টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কিন্তু কোন সমস্যা হবে না এসব ক্ষেত্রে।
বর্তমানে যে কোন লেনদেনের ক্ষেত্রে কেওয়াইসি গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে নিতে হবে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকলে আপনি কিছু সুবিধা পাবেন। আইটিয়ার ফাইল করা আপনার জন্য সহজ হবে। এছাড়াও কর ফাঁকি রোধ করার জন্য প্যান কার্ড এবং আধার কার্ড গুরুত্বপূর্ণ এখনকার দিনে। এর পাশাপাশি যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু জালিয়াতি করার কোন সম্ভাবনা আর থাকবে না।