দেশনিউজ

মহারাষ্ট্রে নয়া মোড়: মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবিশকে সমর্থন এনসিপির

Advertisement

অরূপ মাহাত: রাতের হিসেব উল্টে গেল সকাল হতেই। সবাইকে অবাক করে বিজেপিকে সমর্থন শরদ পাওয়ারের। শনিবার সকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী হলেন এনসিপি বিধায়ক শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শিবসেনার প্রতি ক্ষোভ উগরে দেন ফড়নবিশ। তিনি বলেন, ‘শিবসেনা মহারাষ্ট্রের সাধারণ মানুষের রায়কে সম্মান জানাতে শেখেনি।’ শিবসেনা, কংগ্রেস ও এনসিপির জোট যে মানুষ মেনে নিতে রাজি ছিলেন না সেকথাও উল্লেখ করেন। বলেন, ‘মানুষ সরকারে একটা ‘খিচুড়ি’ জোট দেখতে চাননি। বদলে পাঁচ বছরের জন্য একটা স্থায়ী সরকার দেখতে চেয়েছিলেন। বিজেপি সেই স্থায়ী সরকার মানুষকে উপহার দিয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে সমর্থন করার জন্য এদিন এনসিপির প্রশংসা করেন। অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। তবে সরকার গঠন নিয়ে মুখ খোলেননি শরদ পাওয়ার।

কংগ্রেসের সাথে দীর্ঘদিনের দিনের জোট ভেঙে বিজেপির হাত ধরল এনসিপি। শিবসেনার সমস্ত চেষ্টা ব্যর্থ করলেন শরদ পাওয়ার। তবে এ বিষয়ে শিবসেনা ও কংগ্রেস নেতৃত্বের কোন প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Related Articles

Back to top button