Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি বিরোধী জোট

Updated :  Sunday, November 24, 2019 8:26 AM

অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হলো শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের বিজেপি বিরোধী জোট। শনিবার রাত ৮ টা ২৫ মিনিটে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিশন জমা করেন শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের নেতারা। রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে এই নিয়ে শুনানি হতে পারে উচ্চ আদালতে। তবে কোন বেঞ্চে হবে শুনানি, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আজ দিনভর মহারাষ্ট্রের সরকার গঠন নাটক অব্যাহত। গতকাল পর্যন্ত ঠিক ছিল শিবসেনার উদ্ভব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করে সরকার গড়ছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট। কিন্তু সকাল হতে বদলে যায় ছবি। এনসিপির সমর্থন তাদের দিকে রয়েছে দাবি করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী পদে বসেন এনসিপির অজিত পাওয়ার।

বেলা বাড়লে নাটক অন্য মোড় নেয়। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার উদ্ভব ঠাকরেকে পাশে বসিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, অজিতের সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এনসিপি সমর্থন করছে না বিজেপিকে। সরকারে বসবে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের অবিজেপি জোট। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন জোট নেতৃত্ব।