নিউজরাজ্য

সুপ্রীম কোর্টে রাজীব কুমারের জামিনের মামলার শুনানি সোমবার

Advertisement

সারদা মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত ৪ই অক্টোবর সুপ্রীম কোর্টে আবেদন করে সিবিআই। আগামীকাল অর্থাৎ সোমবার প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে ওই মামলার।

সিবিআই-এর অভিযোগ, রাজীব কুমার তদন্তে সাহায্য করছেন না, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হলে তিনি বারবার তা এড়িয়ে যাচ্ছেন। এরূপ অবস্থায় কলকাতা হাইকোর্ট তার আগাম জামিন মঞ্জুর করায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদও করা সম্ভব হচ্ছেনা সিবিআই এর পক্ষে।

গত অক্টোবর মাসে রাজীব কুমার কলকাতা হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন করেন। কলকাতা হাইকোর্ট ৫০০০০ হাজার টাকার দুটি ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কে ৪৮ ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট।

সিবিআই এর তরফ থেকে জানানো হয়েছিল, রাজীব কুমার জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন, তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেই মামলাকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রীম কোর্টে মামলা করেছিল সিবিআই। আগামীকাল সেই মামলারই শুনানি হবে।

Related Articles

Back to top button