Modi Government Scheme: কেন্দ্রের ধামাকা প্রকল্পে পেয়ে যান মোটা টাকা সুদ, দ্বিগুণ লাভ, জানুন এই স্কিমের ব্যাপারে
মোদি সরকারের এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি প্রচুর টাকা রোজগারের সুযোগ পেয়ে যাবেন
এখনকার দিনে ভারতের বিনিয়োগের সব থেকে ভালো জায়গা হলো পোস্ট অফিস। পোস্ট অফিসে বিনিয়োগ করা অত্যন্ত সুরক্ষিত এবং এখনকার দিনে ভারতের সবথেকে জনপ্রিয় বটে। ছোট থেকে বড় এই প্রকল্পের গুরুত্বপূর্ণ এই প্রকল্প। পোস্ট অফিসের এই প্রকল্পে রয়েছে একটা বিরাট ধামাকা। পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় প্রকল্প হল টাইম ডিপোজিট প্রকল্প। এই প্রকল্পে পাঁচ বছরে আপনারা নিশ্চিত রিটার্ন পেয়ে যেতে পারেন। অন্যান্য ফিক্স ডিপোজিট এর তুলনায় অনেক বেশি রিটার্ন পেয়ে যাবেন আপনি পোস্ট অফিসের এই টাইম ডিপোজিট একাউন্টে। প্রতিটি মানুষের জন্যই এখন সেভিংস গুরুত্বপূর্ণ এবং সেই কারণে ভালো বিনিয়োগের জায়গা আপনাকে খুঁজতে হবে। পোস্ট অফিস টাইম ডিপোজিট প্রকল্পে যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ করে সুদের হার পেয়ে যাবেন। চলুন তাহলে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
গত বছর ১ এপ্রিল ২০২৩ পোস্ট অফিসের ডিপোজিট প্রকল্পের সুদের হার ছিল ৭.৩ শতাংশ এবং সেটা এখন ৭.৫ শতাংশ হয়েছে। গ্যারান্টিড আয় এবং বিনিয়োগের জন্য এখন ভারতের বিষয়টা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পোস্ট অফিসের এই প্রকল্পে আপনারা ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য আলাদা করে বিনিয়োগ করতে পারেন। এই মুহূর্তে এক বছরের জন্য সুদের হার ৬.৯ শতাংশ, ২ এবং ৩ বছরের জন্য সুদের হার ৭ শতাংশ এবং ৫ বছরের ক্ষেত্রে সুদের হার ৭.৫ শতাংশ।
পোস্ট অফিসের এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি গচ্ছিত টাকা খুব সহজে দ্বিগুণ করতে পারেন। যদি আপনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সুদ হিসাবে আপনি ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা আয় করতে পারবেন। অর্থাৎ সবমিলিয়ে আপনি পেয়ে যাবেন ৭,২৪,৯৭৪ টাকা। টাইম ডিপোজিট প্রকল্প যদি আপনি গ্রহণ করেন তাহলে আয়কর বিভাগের ১৯৬১ আইন অনুযায়ী পেয়ে যাবেন আয় করে ছাড়।