নিউজ

BREAKING : আগামীকাল মহারাষ্ট্রে আস্থা ভোট, রায় ঘোষণায় জানাল সর্বোচ্চ আদালত

Advertisement

অরূপ মাহাত: দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সময় চেয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোটের তরফে যত শীঘ্র সম্ভব আস্থা ভোটের আবেদন জানানো হয়েছিল। গতকাল দুই পক্ষের সওয়াল জবাব শেষে আজ রায় ঘোষণা করল সর্বোচ্চ আদালত।

বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মহারাষ্ট্র সরকার গঠন মামলায় রায় দিতে গিয়ে আজ জানান, ‘আগামীকালই করতে হবে আস্থা ভোট। তার আগে ঠিক করে নিতে হবে প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে হবে এই আস্থা ভোট।’ তবে আস্থা ভোটের আগে সমস্ত বিধায়কদের শপথ গ্রহন করাবেন স্পিকার এমনটাই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের বিশেষ বেঞ্চ।

জানা গেছে, আস্থা ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া প্রকাশ্যে করতে হবে। সরাসরি সম্প্রচার করতে হবে ভোটগ্রহণ। গোপন বাক্সে ভোটগ্রহণ করা যাবে না। এমনই নির্দেশ সর্বোচ্চ আদালতের। অন্যদিকে, রায় ঘোষণার পরই দড়ি টানাটানি শুরু হয়ে যায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। কোন দল থেকে প্রোটেম স্পিকার বেছে নেওয়া হবে, এই নিয়ে কার্যত বচসায় জড়িয়ে পড়েন আইনজীবীরা।

Related Articles

Back to top button