Bank Holiday: মে মাসে এই ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক, ছুটির তালিকা দেখে তবেই ঠিক করুন কাজের সময়সূচী
ব্যাংক বন্ধ থাকার তালিকা এই মাসে বেশ দীর্ঘ বলা চলে
২০২৪-২৫ আর্থিক বছর শুরু হয়ে গিয়েছে। এই মাসে নির্বাচন চলছে সারা ভারত জুড়ে। বর্তমানে ভারতে এটা একটা দারুন বড় উৎসব হয়ে উঠেছে। কিন্তু তার মধ্যেই খবর পাওয়া যাচ্ছে নাকি এই মাসে প্রায় ১৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাংক। বিভিন্ন কারণে বাড়িতে এই মাসে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, ২০২৪ সালের মে মাসে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শনিবার ও রবিবারও।
কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
১ মে: মহারাষ্ট্র দিবস ও মে দিবস (বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কোচি, কলকাতা, মুম্বাই, নাগপুর)
৫ মে: রবিবার এবং সেই কারণে ব্যাংক বন্ধ থাকছে।
৮ মে: রবীন্দ্র জয়ন্তী (পশ্চিমবঙ্গ)
১০ মে: বাসব জয়ন্তী ও অক্ষয় তৃতীয়া (বেঙ্গালুরু)
১১ মে: দ্বিতীয় শনিবার থাকার কারণে ব্যাংক বন্ধ থাকবে।
১২ মে: রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ রয়েছে।
১৬ মে: গ্যাংটকে ব্যাংক বন্ধ থাকবে সিকিমের রাজ্য দিবসের কারণে।
১৯ মে: রবিবার থাকার কারণে থাকবে ব্যাংক বন্ধ
২০ মে: লোকসভা ভোট (বেলাপুর, মুম্বাই)
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা (আগরতলা, আইজল, বেলারপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর)
২৫ মে: চতুর্থ শনিবার থাকার কারণে ব্যাংক বন্ধ
২৬ মে: রবিবার থাকার কারণে ব্যাংক বন্ধ
তবে, ভারতে সমস্ত রাজ্যের ব্যাংক ব্যাঙ্ক এই ১৪ দিনই ছুটি থাকবে এমনটা নয়। রাজ্য বিশেষ এই ছুটির তালিকা আলাদা আলাদা। ছুটির দিনগুলোতেও অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম ব্যবহার করা যাবে। আপনার যদি ব্যাঙ্কে কোনো জরুরি কাজ থাকে তাহলে ছুটির তালিকা দেখে আগে থেকেই সিদ্ধান্ত নিন।