তীব্র গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী চাদিফাটা গরমের থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন আপডেটের পরে জানা যাচ্ছে খুব শীঘ্রই মালদহ এবং গৌড়বঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে আর কয়েক দিনের মধ্যে। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৫ মে গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। আগামী সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী সপ্তাহে যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিবাদের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং গৌড়বঙ্গের অন্যান্য জেলাগুলিতে। গৌড়বঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও এবারে তাপমাত্রা কমতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরে হাঁসফাঁস করা গরম থেকে অনেকটাই স্বস্তি পাবেন তারা। মালদাতে বৃষ্টি হওয়ার পরে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। চলতি সপ্তাহে তাপপ্রবাহ থাকার কথা মালদহসহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। বা আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২° সেলসিয়াসের আশেপাশে।
সপ্তাহের শেষে তাপমাত্রার পারো কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালদহবাসী। আগামী সপ্তাহের শুরুর দিক থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের এই সমস্ত জেলায়। গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিও কালবৈশাখীর আশা করতে পারে।