গতকাল বিধানসভার উপনির্বাচনে করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা, লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করলো থানারপাড়া থানার পুলিশ। এর মধ্যে তিনজনকে ভোটের দিনেই অর্থাৎ সোমবার গ্রেপ্তার করা হয়েছিল, বাকি দুজনকে আজ অর্থাৎ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জয়প্রকাশ মজুমদারকে নিগ্রহ করার ঘটনায় অন্যতম অভিযুক্ত তারিকুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই তারিকুল শেখই প্রকাশ্যে লাথি মেরে বিজেপি প্রার্থীকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার ধৃতদের তেহট্ট আদালতে তোলা হয়। আদালত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত গতকাল রাজ্যে ছিল তিন বিধানসভা উপনির্বাচন। খড়গপুর, করিমপুর আর কালিয়াগঞ্জ এই তিন জায়গায় উপনির্বাচনে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই হয়েছে ভোট। এরমধ্যে করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে প্রকাশ্যে রাস্তায় ফেলে হেনস্থা করা হয়, তাকে লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়।
পরে কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করে। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্য জুড়ে। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। আর ২৪ ঘন্টার আগেই পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করলো।