8th Pay Commission: অষ্টম বেতন কমিশন গঠিত হবে কবে? জেনে নিন কেন্দ্রীয় সরকারের লেটেস্ট আপডেট
আপনি যদি কেন্দ্রীয় সরকারের একজন কর্মী হন তাহলে আপনার জন্য রয়েছে একটা ব্যাপক সুখবর
কেন্দ্রীয় কর্মীদের জন্য রয়েছে একটা বিরাট স্বস্তির খবর। খুব শীঘ্রই তাদের বেতনে বড় ধরনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম বেতন কমিশন এর পরিবর্তে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন তৈরি করা হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর মারফত। আর যদি অষ্টম বেতন কমিশন চলে আসে তাহলে কিন্তু কর্মীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এই বেতন বৃদ্ধি ষষ্ঠ বেতন কমিশনের বৃদ্ধির থেকেও অনেক বেশি হবে। সাধারণ নির্বাচনের পরে বেতন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে পারে কেন্দ্রীয় সরকার। নতুন গঠিত সরকার কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এই নতুন উপহার দিতে চলেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সরকারি তরফে এরকম কোন নির্দেশিকা না আসলেও, মোটামুটি বিষয়টা যেদিকে এগোচ্ছে তাতে বলা যেতে পারে এটা একেবারেই নিশ্চিত।
বর্তমানে অষ্টম বেতন কমিশনের কোন প্রস্তাব এই মুহূর্তে না থাকলেও সংসদে এই নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। তবে সরকারি দপ্তরের সূত্র মারফত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সম্পর্কে বিশেষ কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের পরে যে নতুন সরকার গঠিত হবে তারা এই নিয়ে আলোচনা করতে পারে। যদি সাধারণ নির্বাচনের পর এই নিয়ে আলোচনা শুরু হয় তাহলে অষ্টম বেতন কমিশন গঠন করা খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। যদি অষ্টম বেতন কমিশন গঠন হয় তাহলে বেতনের ক্ষেত্রে একটা দারুণ লাভ আপনারা দেখতে পারেন। আগের বেতন কমিশনের তুলনায় এটা অনেক বেশি আপনাকে লাভ দিতে চলেছে।
অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কর্মচারীদের ২০২৫ বা ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের ক্ষেত্রে একটা বড় লাফ দেখা যাবে এই অষ্টম বেতন কমিশন গঠন করা হলে। সূত্রের মারফত বিশ্বাস করা হচ্ছে, নতুন ফর্মুলার মাধ্যমে ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি সেরকমটা করা হয় তাহলেও কিন্তু বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এমনিতে প্রতি ১০ বছর অন্তর একটি করে নতুন বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল ২০১৬ সালে। সেই সময় ফিটমেণ্ট ফ্যাক্টর বৃদ্ধি করা হয়েছিল ২.৫৭ গুণ। এর সাথে মূল বেতন বৃদ্ধি করে করা হয় ১৮ হাজার টাকা। ঠিক দশ বছরের মাথায় অর্থাৎ ২০২৬ সালে আরো একবার বেতন বৃদ্ধি হতে পারে সরকারি কর্মচারীদের। সেক্ষেত্রে তারা কিন্তু আরো বেশি বেতন পেতে পারেন।