Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাঁটাতার পেরতে গিয়ে গ্রেফতার চার বাংলাদেশী

Updated :  Tuesday, November 26, 2019 9:50 PM

বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রায়ই লোকজন ভারতে প্রবেশ করে। সেই অপরাধে আবারো পুলিশ গ্রেফতার করল চারজনকে।

মঙ্গলবার ভোরে পুলিশ যখন টহল দিচ্ছিল তখন চার জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসা করার পর জানতে পারে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারপরই তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায় তাদের চারজনেরই বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তবে ঠিক কী কারণে তারা ভারতে প্রবেশ করেছে সেই কারণটা এখনো জানা যায়নি। সেই কারণে জেরা করছে স্বরূপনগর থানার পুলিশ। মঙ্গলবার তাদেরকে তোলা হয়েছে বসিরহাট আদালতে।