দেশনিউজ

৩ দিনেই ভেঙে পড়লো বিজেপি সরকার, ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ভব ঠাকরে

Advertisement

অরূপ মাহাত: সুপ্রিমকোর্টে রায় ঘোষণার পরই মাত্র ৩ দিনের মাথায় ভেঙে পড়লো মহারাষ্ট্রের বিজেপি সরকার। শপথ নেওয়ার ৮০ ঘন্টা পর ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ‘সংবিধান দিবসে রক্ষা পেল সংবিধান’ বিজেপিকে আক্রমণ করে মন্তব্য বিরোধীদের।

এরইমধ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করল মহারাষ্ট্র বিকাশ আগাড়ি (মহারাষ্ট্রে নবনির্মিত শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটকে এই নামেই ডাকা হচ্ছে)। সূত্রের খবর আগামী ২৮ নভেম্বর মুম্বাইয়ের শিবাজী পার্কে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ও মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা। সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এনসিপির জয়ন্ত পাটিল ও কংগ্রেসের বালাসাহেব থোরাট। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, ‘আগামী ৫ বছরের জন্য মহারাষ্ট্রের সরকার গঠন করছে জোট।’ ৫ বছরের জন্যই মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন শিবসেনা সুপ্রিমো, এমনটাই দাবি তাঁর।

৩ দিনের মাথায় বিজেপি সরকার ভেঙে পড়ার দায় শিবসেনার উপর চাপালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই জোট খুব বেশি দিন টিকবে না বলেও দাবি করেন তিনি।

 

Related Articles

Back to top button