গতকাল দেবেন্দ্র ফড়ণবীশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে চূড়ান্ত ক্ষমতা ভাগাভাগি হলো জোটের তিন দলের মধ্যে। সূত্র মারফত জানা যাচ্ছে, শিবসেনা থেকে হবে মুখ্যমন্ত্রী, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী এবং কংগ্রেস থেকে হবে স্পিকার।
জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী সহ ১৫ জন মন্ত্রী, এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী সহ ১৩ জন মন্ত্রী এবং কংগ্রেস থেকে স্পিকার সহ ১৩ জন মন্ত্রী হবে।
বুধবার সন্ধ্যা বেলা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে। সেখানেই জোটের ভবিষ্যতের রূপরেখা ঠিক করার পাশাপাশি মন্ত্রিত্ব নিয়ে বিভিন্ন আলোচনা হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।
বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল। তিনিও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে শিবাজী পার্কে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উদ্ভব ঠাকরে। এদিকে বিধানসভায় আজ শপথ নিয়েছে মহারাষ্ট্রের ২৮৮ জন বিধায়কই।