Ticket Booking: এবার চুটকিতে হবে টিকিট বুকিং, ট্রেন যাত্রীদের জন্য দুর্দান্ত অ্যাপ আনলেন আদানি
কাছের বা দূরের সফরের জন্য সাধারণত রেলের উপরেই ভরসা করে থাকেন দেশের একটা বড় সংখ্যক মানুষ। তাদের বেশিরভাগ সময়ই মুখ্য চিন্তা থাকে টিকিট বুকিং (Ticket Booking) নিয়ে। এবার এই চিন্তা দূর হওয়ার পালা। এবার নিমেষেই হবে টিকিট বুক। এই নতুন পরিষেবা নিয়ে এসেছেন গৌতম আদানি। আদানি ওয়ান অ্যাপ নিয়ে এসেছেন তিনি, যার সাহায্যে দ্রুত যেকোনো ট্রেনের টিকিট কাটা যাবে। আইআরসিটিসির সঙ্গে হাত মিলিয়েই এই নতুন অ্যাপ বাজারে এনেছে আদানি গোষ্ঠী।
কী এই আদানি ওয়ান অ্যাপ? কী কী সুবিধা পাবেন এখানে যাত্রীরা? এখানে একইসঙ্গে একাধিক পরিষেবা পাওয়া যাবে। ট্রেন, প্লেন এবং বাসের টিকিট সহজে এবং দ্রুত বুক করা যাবে এখানে। ট্রেন এবং প্লেনের বিভিন্ন তথ্য জানা যাবে এই অ্যাপে। শুধু তাই নয়, বুক করা যাবে হোটেলও। এই অ্যাপের পাশাপাশি একটি ওয়েবসাইটও আনা হয়েছে। সেখান থেকেও বিভিন্ন টিকিট কাটতে পারবেন মানুষ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ফোনেই আদানি ওয়ান অ্যাপ ব্যবহার করা যাবে। প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপের হোমপেজেই বিভিন্ন টিকিট বুকিং এর অপশন পাওয়া যাবে।
ট্রেনের ক্ষেত্রে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন সেই তথ্য দিলেই এসে যাবে ট্রেনের তালিকা। তারিখ, কোটা বাছাই করা যাবে এখানে। ফ্রি ক্যানসেলেশনের সুবিধাও রয়েছে এই অ্যাপে। একই ভাবে ফ্লাইট, বাস এবং ক্যাবও বুক করা যাবে এই অ্যাপ থেকে। বুক করা যাবে হোটেল। শুধু তাই নয়, খাবার অর্ডার এবং পার্কিংয়ের সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
কেন্দ্রীয় সংস্থা আইআরসিটিসির মতো এই অ্যাপেও টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একই রকম পরিষেবা পাওয়া যাবে। তবে টাকা পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান হতে হবে। উল্লেখ্য, এই অ্যাপে পাওয়া যাবে ডিসকাউন্ট অফার এবং রিওয়ার্ড অপশনও। এও জানা যাচ্ছে, আগামীতে সিনেমার টিকিটও বুক করা যাবে এই অ্যাপের মাধ্যমে।