চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনেই আলোচনায় উঠে এসেছে স্পেশাল প্রোটেকশন সংশোধনী বিল ২০১৯ নিয়ে নানা প্রশ্ন। কেন্দ্রীয় সরকার সংসদের এই অধিবেশনেই পাস করতে চায় এই বিলটি।
বিলটি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এদিন লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, খরচ কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরকালে যখন টেকনিক্যাল হল্ট হয় তখন কোনো হোটেলের পরিবর্তে এয়ারপোর্ট এর টার্মিনালেই থেকে যান। এমনকি এয়ারপোর্টেই তিনি স্নান ও অন্যান্য কাজকর্ম সারেন বলে এদিন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ এদিন এই বিষয়ে কংগ্রেসের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত নিয়মানুবর্তীতার সাথে জীবন কাটান।’ অমিত শাহ আরও বলেন, আগে দেশের প্রধানমন্ত্রীরা বিদেশ সফরকালে তাদের সমস্ত কর্মচারীদের নিয়ে যেতেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তাঁর মাত্র ২০ শতাংশ কর্মীদের নিয়ে যান।
এমনকি অফিসারদের জন্য প্রচুর সংখ্যক গাড়ির বদলে একটিই বড় কোনো গাড়ির ব্যবস্থা করা হয়। এদিন এই বিল নিয়ে বলতে গিয়ে অমিত শাহ মন্তব্য করেন, ‘অনেকের কাছে নিরাপত্তা একটি স্ট্যাটাস সিম্বল ছাড়া আর কিছুই নয়।’