Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেহের ওপর দিয়ে চলল মাল গাড়ি, কোনরকম প্রানে বাঁচলেন

Updated :  Thursday, November 28, 2019 4:31 PM

শ্রেয়া চ্যাটার্জি : দেহের উপর দিয়ে চলে যাচ্ছে আস্ত একটা মাল গাড়ি, তবু বেঁচে ফিরে এলেন। এমনই ঘটনা ঘটেছে নিউ আলিপুর স্টেশন এ। লাইন পেরোনোর সময় এক বয়স্ক মহিলা যিনি অসুস্থ বোধ করছিলেন এবং তারপরে তার পা আটকে তিনি লাইনের উপর পড়ে যান, হঠাৎ করেই সামনে চলে আসে মালগাড়ি।

তিনি মালগাড়ি তলায় শুয়ে পড়েন এবং আশেপাশের যাত্রীরা চিৎকার করে তাকে বলতে থাকেন যে তিনি যেন কোনভাবে না ওঠার চেষ্টা করেন। ওই কথাটি শুনে ছিলেন তিনি, যাত্রীটি তাই বুঝি অল্পের জন্য রক্ষা পান, কথায় আছে রাখে হরি তো মারে কে।

তবে মালগাড়ি বলেই বোধহয় এটা সম্ভব হয়েছে, কারণ মালগাড়ি উপরের অংশের সঙ্গে লাইনের ফারাক বেশ অনেকটাই। আর ভদ্রমহিলা যেহেতু নড়াচড়া করেননি, তাই তার কোন অংশে ক্ষত হয়নি, তো শুধু একটু অসুস্থ বোধ করছিলেন।

মাল গাড়িটি সরে যাওয়ার পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। টানা পাঁচ মিনিট ঐরকম ট্রেনের তলায় তিনি শুয়ে ছিলেন। তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।