ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: প্রতিদিন ১৮ টাকা জমিয়েই পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম

Advertisement

সময় থাকতে থাকতে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখেন প্রায় সকলেই। যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তারা রোজগার করা অর্থের কিছুটা রাখেন সঞ্চয়ের জন্য। এই টাকাটা বিনিয়োগ করতে তারা মূলত এমন মাধ্যম খোঁজেন যেখানে টাকা থাকবে সুরক্ষিত এবং রিটার্নও পাওয়া যায় মোটা অঙ্কে। এক্ষেত্রে তাই অনেকেই ভরসা করে থাকেন পোস্ট অফিসের (Post Office Scheme) বিভিন্ন স্কিমে। এই স্কিম গুলিতে টাকা যেমন সুরক্ষিত থাকে। তেমনি নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। এই প্রতিবেদনে খোঁজ রইল পোস্ট অফিসের এমনি লাভজনক স্কিমের।

কথা হচ্ছে পোস্ট অফিসের বাল জীবন বিমা যোজনা স্কিমের ব্যাপারে। শিশুদের জন্য বিশেষ এই স্কিম জীবন বিমা কভার প্রদান করার সঙ্গে সঙ্গে দেয় নিশ্চিত রিটার্ন। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটিতে সামর্থ্যের উপরে ভিত্তি করে প্রতিদিন ৬ টাকা থেকে ১৮ টাকা পর্যন্ত জমা করা যায়। কেউ যদি দৈনিক ৬ টাকা করে জমা করেন তবে মেয়াদ পূর্ণ হওয়ার পর পাবেন ১ লক্ষ টাকা। আর যদি কেউ প্রতিদিন ১৮ টাকা করে জমা করেন তাহলে ম্যাচুরিটির সময়ে তিনি পাবেন ৩ লক্ষ টাকা।

এই স্কিমে বিনিয়োগ করতে হলে শিশুর বয়স হতে হবে ৫ থেকে ২০ বছরের মধ্যে। পাশাপাশি বাবা মায়ের বয়সও ৪৫ বছরের বেশি হলে চলবে না। উল্লেখ্য শুধুমাত্র দুই সন্তানের ক্ষেত্রেই এই স্কিমের লাভ নেওয়া যাবে। দুই এর অধিক সন্তান থাকলে এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে না। দুই সন্তানের জন্য যদি দৈনিক ৬ টাকা করে ৩৬ টাকা সঞ্চয় করা যায় তাহলে মেয়াদ পূর্তির পর পাওয়া যাবে মোট ৬ লক্ষ টাকা।

এই স্কিমে বিনিয়োগকারী অর্থাৎ বাবা মায়ের যদি মেয়াদ পূর্তির আগে মৃত্যু হয় তাহলে প্রিমিয়াম মকুব করে দেওয়া হয়। সেক্ষেত্রে আর পলিসির প্রিমিয়াম দিতে হয় না। চাইল্ড ইনস্যুরেন্স এর অধীনে প্রত্যেক বছর ১০০০ টাকার পরিমাণে ৪৮ টাকা বোনাস দেওয়া হয় এই স্কিমে। আবেদনকারীর পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়।

Related Articles

Back to top button