Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Cancelled: একাধিক ট্রেন বাতিল, বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন

ভারতীয় রেল (Indian Railways) সবসময়ই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা উন্নত করার চেষ্টা করে। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম…

Avatar

By

ভারতীয় রেল (Indian Railways) সবসময়ই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবা উন্নত করার চেষ্টা করে। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে বা দেশের বিভিন্ন জায়গায় যেতে অধিকাংশ মানুষেরই প্রথম ভরসা রেল। মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে টিকিটের দাম থাকায় বিভিন্ন শ্রেণির মানুষ ট্রেন সফরের উপরেই চোখ বন্ধ করে ভরসা করে থাকেন। আর তাই রেল পরিষেবা যাতে আরো ভালো করা যায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রেল মন্ত্রক।

এই কাজে কোথাও পরিষেবা ব্যাহত হলে তাও আগেভাগে জানিয়ে দেওয়া হয় রেলওয়ের তরফে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে রঙিয়া ডিভিশনের বরপেটা রোড পাঠশালা সেকশনে ডাবল লাইন চালু করার কাজ চলছে। এর জন্য বরপেটা রোড, সরুপেটা এবং পাঠশালা স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং ইন্টারলকিং কাজের জন্য কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯ মে থেকে ৪ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬০২ গুয়াহাটি ধুবড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৫৩ আলিপুরদুয়ার জংশন গুয়াহাটি সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ৩ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৫৪ গুয়াহাটি আলিপুরদুয়ার জংশন সিফুং এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ৫ জুন রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬০১ ধুবড়ি গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বাতিল হয়েছে ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৬৯ আলিপুরদুয়ার জংশন লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস। ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৭৭০ লামডিং আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ২০ মে থেকে ২ জুন পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৫৮ কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল এবং ৩১ মে তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৩০ শিলঘাট টাউন তাম্বারাম এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৬০ মিনিট দেরিতে রওনা হবে। ২৮ মে তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ১৫৬৪৮ গুয়াহাটি লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, ৩ জুন তারিখে রওনা দেওয়ার জন্য ট্রেন নম্বর ০৫৮০২ গুয়াহাটি নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর ১৫৯৩০ নিউ তিনসুকিয়া তাম্বারাম এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৯০ মিনিট দেরিতে রওনা হবে।

About Author