কেন্দ্রের মতো রাজ্যবাসীর কল্যাণেও একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার (WB Government)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একাধিক প্রকল্প রয়েছে রাজ্যে যেগুলির সুবিধা উপভোগ করছেন বহু মানুষ। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধুর মতো ৫০ টি প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এই প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন ভাবে লাভবান হয়ে থাকেন উপভোক্তারা।
মহিলাদের আর্থিক ভাবে বলীয়ান করতে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার এর মতো প্রকল্প বেশ জনপ্রিয় হয়েছে। বর্তমানে অসংরক্ষিত শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর সংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে পান ১২০০ টাকা। তবে পুরুষরাও বঞ্চিত হননি। রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে যুবকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন। এমনই একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প রয়েছে সরকারের। রাজ্যের কর্মহীন যুবকরা মাসে মাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পে।
এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে কর্মহীন এবং নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট এর প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজ ছবি।
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশন সিলেক্ট করে নিউ এনরোলমেন্ট এ ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদন করার ৯০ দিনের মধ্যে এসডিও অফিসে আবেদন জমা দিতে হবে।